পূর্ব বর্ধমান জেলায় এ দিন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা একুশ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। জেলা প্রশাসন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এ দিন পর্যন্ত এই জেলায় কুড়ি হাজার ৭৬৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৫ হাজার ৩০২ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৫ হাজার ২৬০ জন। এ দিন পর্যন্ত এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ২০৪ জনের মৃত্যু হয়েছে।
advertisement
পূর্ব বর্ধমান জেলায় গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৯১ জন। তাদের মধ্যে বর্ধমান পৌরসভা এলাকাতেই আক্রান্ত হয়েছেন ৬৪ জন। এছাড়া কাটোয়া পৌরসভা এলাকায় ১৫ জন, মেমারি পৌরসভা এলাকায় ১০ জন, দাঁইহাট ও কালনা পৌরসভা এলাকায় দুজন করে করোনা আক্রান্ত হয়েছেন। গুসকরা পৌরসভা এলাকায় করোনা আক্রান্ত হয়েছেন তিনজন।
এছাড়াও আউশগ্রাম এক নম্বর ব্লকে চারজন ও আউশগ্রাম দু'নম্বর ব্লকে ১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। ভাতার ব্লকে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ জন। বর্ধমান এক নম্বর ব্লকে ১৫ জন ও বর্ধমান দু'নম্বর ব্লকে ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। গলসি এক নম্বর ব্লকে ১৭ জন ও গোলসি দু নম্বর ব্লকে আটজন করোনা আক্রান্ত হয়েছেন। জামালপুরে আক্রান্ত হয়েছেন তিনজন। কালনা এক নম্বর ব্লকে সাতজন ও কালনা দু'নম্বর ব্লকে তিনজন করোনা আক্রান্ত হয়েছেন। কাটোয়া এক নম্বর ব্লকে ছ জন ও কাটোয়া দু'নম্বর ব্লকে চারজন করোনা আক্রান্ত হয়েছেন। কেতুগ্রাম এক নম্বর ব্লকে সাতজন ও কেতুগ্রাম দু নম্বর ব্লকে চারজন করোনা আক্রান্ত হয়েছেন। খণ্ডঘোষ ব্লকে করোনা আক্রান্ত হয়েছেন ন জন। মন্তেশ্বর ব্লক করোনা আক্রান্ত হয়েছেন দশজন। মেমারি এক নম্বর ব্লকে ১৩ জন ও মেমারি দু নম্বর ব্লকে ছয়জন করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলকোট ব্লকে আক্রান্ত হয়েছেন চারজন। পূর্বস্থলী এক নম্বর ব্লকে দুজন ও পূর্বস্থলী দুই নম্বর ব্লকে তিনজন করোনা আক্রান্ত হয়েছেন। রায়না এক নম্বর ব্লকে ৬ জন ও রায়না দু'নম্বর ব্লকে ৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।
Saradindu Ghosh