HIV-র ওষুধ লোপিনাভির-রিটোনাভির, মাল্টিপল স্কেলরোসিসের ওষুধ ইন্টারফেরন বিটা-১বি এবং হেপাটাইটিসের রিবাভিরিন হল এই ৩টি ওষুধ৷ ইউয়েন জানান যে, এই ককটেল ওষুধে মাত্র ৫দিনেই করোনা রোগীদের সংক্রমণ দূর হচ্ছে যা আগে ৭ থেকে ১২দিন সময় লাগত৷
এই মুহূর্তে বিভিন্ন দেশে করোনার প্রতিষেধক নিয়ে গবেষণা চলছে৷ আপাতত এই ককটেল ড্রাগও পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে রোগীর শরীরে৷ গবেষকরা জানিয়েছেন যে, এই ওষুধের ব্যবহারে কোনও ঝুঁকি নেই৷ শুধু রোগী নন, যাঁরা স্বাস্থ্যকর্মীরা রয়েছেন তাঁদেরও কাজে লাগতে পারে এই ককটেল ড্রাগ৷ ১০ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ এই পরীক্ষামূলক ভাবে এই ড্রাগের মিশ্রণ ব্যবহার করা হয় হংকং-এ৷ রোগীদের জানিয়েই ব্যবহার করা হয়েছিল এই তিনটি ওষুধ৷
advertisement
আপাতত ভাল সাড়া মিললেও এই ককটেল ড্রাগ আরও বেশি সংখ্যক রোগীর মধ্যে ব্যবহার করতে হবে৷ তাবেই বোঝা যাবে যে এর কার্যগুণ কতটা৷ আপাতত যাদের শরীরে অল্প থেকে মাঝারি করোনা উপসর্গ ছিল, এই ককটেল ড্রাগে তারা সকলেই সুস্থ হয়ে উঠেছেন বলেই জানানো হয়েছে৷