TRENDING:

৩ অ্যান্টি ভাইরাল ড্রাগের মিশেলই মোক্ষম দাওয়াই করোনায়! হংকং-এর গবেষণায় সাফল্য...

Last Updated:

রোগীর শরীরে করোনার হাল্কা উপসর্গ থাকলে এই ৩টি ওষুধ ম্যাজিকের মতো কাজ করছে৷ যে কোনও একটি ওষুধের বদলে এই ৩টি ওষুধ বেশি জোরালো ভাবে কাজ করতে সক্ষম হয়েছে, বলছে রিপোর্ট৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হংকং: ৩টি অ্যান্টি ভাইরাল ড্রাগের মিশেল করোনার বিরুদ্ধে লড়ছে দারুণভাবে৷ হংকং-এ এই ৩টি ড্রাগ নিয়ে পরীক্ষায় সফল সাড়া মিলেছে৷ ১২৭জন করোনা রোগীর শরীরে এই ড্রাগের মিশেলের ব্যবহারে উল্লেখযোগ্য রিপোর্ট এসেছে৷ সেই থেকে আশার আলো দেখছেন গবেষকরা৷ তাঁদের মতে যে কোনও একটি ওষুধের থেকে, এই ৩টি ওষুধ একসঙ্গে ব্যবহার করলে করোনা রোগীরা বেশ তাড়াতাড়ি সেরে উঠবেন৷ শুক্রবার ল্যানসেট পত্রিকায় এই গবেষণাপত্রটি প্রকাশ পেয়েছে৷
advertisement

HIV-র ওষুধ লোপিনাভির-রিটোনাভির, মাল্টিপল স্কেলরোসিসের ওষুধ ইন্টারফেরন বিটা-১বি এবং হেপাটাইটিসের রিবাভিরিন হল এই ৩টি ওষুধ৷ ইউয়েন জানান যে, এই ককটেল ওষুধে মাত্র ৫দিনেই করোনা রোগীদের সংক্রমণ দূর হচ্ছে যা আগে ৭ থেকে ১২দিন সময় লাগত৷

এই মুহূর্তে বিভিন্ন দেশে করোনার প্রতিষেধক নিয়ে গবেষণা চলছে৷ আপাতত এই ককটেল ড্রাগও পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে রোগীর শরীরে৷ গবেষকরা জানিয়েছেন যে, এই ওষুধের ব্যবহারে কোনও ঝুঁকি নেই৷ শুধু রোগী নন, যাঁরা স্বাস্থ্যকর্মীরা রয়েছেন তাঁদেরও কাজে লাগতে পারে এই ককটেল ড্রাগ৷ ১০ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ এই পরীক্ষামূলক ভাবে এই ড্রাগের মিশ্রণ ব্যবহার করা হয় হংকং-এ৷ রোগীদের জানিয়েই ব্যবহার করা হয়েছিল এই তিনটি ওষুধ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

আপাতত ভাল সাড়া মিললেও এই ককটেল ড্রাগ আরও বেশি সংখ্যক রোগীর মধ্যে ব্যবহার করতে হবে৷ তাবেই বোঝা যাবে যে এর কার্যগুণ কতটা৷ আপাতত যাদের শরীরে অল্প থেকে মাঝারি করোনা উপসর্গ ছিল, এই ককটেল ড্রাগে তারা সকলেই সুস্থ হয়ে উঠেছেন বলেই জানানো হয়েছে৷

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
৩ অ্যান্টি ভাইরাল ড্রাগের মিশেলই মোক্ষম দাওয়াই করোনায়! হংকং-এর গবেষণায় সাফল্য...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল