মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে এ দিনের বৈঠকে থাকবেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা আব্দুল মান্নান, রাজ্য বিজেপি বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রমুখরা৷ এঁদের মমতা নিজে ফোন করে বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন৷
এই নিয়ে করোনা সংক্রমণ ইস্যুতে দ্বিতীয় বার সর্বদল বৈঠক ডাকলেন মমতা৷ এর আগে সর্বদল বৈঠক হয়েছিল ২৩ মার্চ৷ গত সোমবার সাংবাদিক বৈঠক করে সর্বদল বৈঠকের কথা জানিয়েছেন, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্র সচিব বলেন, 'যেহেতু করোনা পরিস্থিতিতে এখন বিধানসভা বন্ধ, তাই বিধানসভায় প্রতিনিধিত্ব আছে এমন দলগুলিকে আমন্ত্রণ করা হবে। সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।'
advertisement
তবে রাজ্যের জন্য ভাল খবর হল, বাংলায় করোনা আক্রান্তের চেয়ে করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা অনেকটাই বেশি৷ মঙ্গলবার পর্যন্ত স্বাস্থ্য দফতরের হিসেব অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৭০ জন৷ সুস্থ হয়ে গিয়েছেন ৫৩১ জন৷ মৃত্যু হয়েছে ১১ জনের৷ রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৭২৮ জন৷ মৃত্যুর সংখ্যা ৫৮০৷