TRENDING:

হোম কোয়ারেন্টাইন থেকে বের হচ্ছেন না তো! বাড়ির বাইরে মোতায়েন থাকছে সিভিক ভলান্টিয়ার

Last Updated:

এবার হোম কোয়ারেন্টাইনে থাকা প্রত্যেকের গতিবিধির ওপর কড়া নজর রাখবে সিভিক ভলান্টিয়াররা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: থাকছেন তো হোম কোয়ারান্টিনে? সেখানে যথাযথ নিয়ম মেনে চলা হচ্ছে? বেরিয়ে পড়ছেন না তো পাড়ার মোড়ে কিংবা চায়ের দোকানে! গিয়েছেন নাকি শপিং মল বা রেস্তরাঁয়! এবার হোম কোয়ারেন্টাইনে থাকা প্রত্যেকের গতিবিধির ওপর কড়া নজর রাখবে সিভিক ভলান্টিয়াররা। বিদেশ বা করোনা আক্রান্ত রাজ্যগুলি থেকে আসা ব্যক্তিদের হোম কোয়ারান্টিন নিশ্চিত করতে এমনই পদক্ষেপ নিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন।
advertisement

শনিবার বর্ধমানে জেলা শাসকের কনফারেন্স হলে করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক হয়। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব বর্ধমানের জেলা শাসক বিজয় ভারতী জানান, শহর এলাকাগুলিতে হোম কোয়ারেন্টাইনে থাকা পুরুষ মহিলাদের ওপর বাড়তি নজরদারির নির্দেশ এসেছে। তাঁরা যাতে যথাযথভাবে হোম কোয়ারেন্টাইনে থাকার মেয়াদ পূর্ণ করেন, এই সময় শপিং মল বা অন্য কোথাও না যান তা নিশ্চিত করতে হবে। হোম কোয়ারেন্টাইনে থাকা প্রত্যেকের ওপর নজরদারি চালাবে সিভিক ভলান্টিয়াররা। অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা প্রতিদিন তাঁদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেবেন।

advertisement

করোনা আক্রান্ত বিভিন্ন দেশ থেকে আসা অনেকেই হোম কোয়ারেন্টাইনে থাকছেন না বলে অভিযোগ উঠছিল। হোম কোয়ারেন্টাইনে থাকার বদলে তারা রেল স্টেশন টিকিট বাতিল করতে, কেউ রেস্তরাঁয়, শপিং মলে এমনকি বিউটি পার্লারে চলে যাচ্ছেন বলেও অভিযোগ উঠছিল। কলকাতায় করোনা আক্রান্তরা লন্ডন থেকে ফিরে সরাসরি হোম কোয়ারেন্টাইনে না গিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন বলে জানতে পারার পরই উদ্বিগ্ন রাজ্য সরকার সকলকেই হোম কোয়ারেন্টাইনে রাখা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে জেলা প্রশাসন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকরা বলছেন, নিজের,পরিবারের সদস্যদের এবং সমাজের সকলের স্বার্থেই বিদেশ বা অন্য এলাকা থেকে আসা বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকা জরুরি। এ ব্যাপারে বাসিন্দারা যত তাড়াতাড়ি সচেতন হবেন ততই মঙ্গল।  তবে এখন বাসিন্দারা অনেক সচেতন। করোনা ভাইরাস কতটা মারাত্মক ক্ষতি করতে পারে সে ব্যাপারে কমবেশি অবগত রয়েছেন সকলেই। তাই তারা যথাযথভাবে  হোম কোয়ারেন্টাইনে থাকবেন এমনটাই আশা করাই যায়

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
হোম কোয়ারেন্টাইন থেকে বের হচ্ছেন না তো! বাড়ির বাইরে মোতায়েন থাকছে সিভিক ভলান্টিয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল