এর আগে মোডর্না জানিয়েছিল ২০২২ সালে তারা ভারতে নিজেদের সিঙ্গল শট টিকা পাঠাতে পারবে৷ তারা এও জানিয়েছিল এরজন্য তাদের সিপলা -র সঙ্গে কথা জারি রয়েছে৷ পাঁচ কোটি ডোজ পাঠানোর কথা হয়েছিল৷
এই মুহূর্তে মোডর্না ভ্যাকসিন ১২- ১৭ বছরের মধ্যে খুবই কার্যকর৷ তাদের দাবি এই বয়সের মানুষের মধ্যে তাদের ভ্যাকসিন সিম্পটোম্যাটিক ইনফেকশন আটকাতে ১০০ শতাংশ কার্যকরী৷ কোম্পানির দাবি তারা এখন আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিসট্রেশন ডিপার্টমেন্ট সঙ্গে সমস্ত বয়সীদের ওপর এই ভ্যাকসিন প্রয়োগের ছাড়পত্র চেয়েছে৷ কোম্পানি -র কথা অনুসারে জুন থেকে সব বয়সীদের ওপর ভ্যাকসিনেশন শুরু করবে মোডের্না৷ এই ভ্যাকসিনকে -২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয়৷
advertisement
গত বছর ভারতে ভ্যাকসিন প্রোগ্রাম শুরু হওয়া নিয়ে কথাবার্তা চলছে৷ তখন থেকেই মোডর্না নিয়ে কথা হচ্ছে৷ কিন্তু এই ভ্যাকসিনের রক্ষা করা বেশি খরচসাপেক্ষ৷ এদিকে PFIZER- র ভ্যাকসিন রাখতে গেলে আবার -৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার পড়ে৷
