সিপলা গত সপ্তাহে শেয়ার বাজারে জানিয়েছিল এই কিটের মাধ্যমে এখন বাকি করোনা পরীক্ষাগারে করোনা পরীক্ষার চাপ অনেকটাই কমানো যাবে৷ সিপলা -র এমডি আর গ্লোবাল সিইও উমঙ্গ বোহরা জানিয়েছেন, ‘‘ সিপ্লা কোভিড ১৯ -র বিরুদ্ধে এই লড়াইতে চিকিৎসা যাতে পেতে পারে তার পুরো চেষ্টা চলছে৷ এই জুটিতে আমরা বর্তমান সময়ে যত বেশি সম্ভব লোকের কাছে পৌঁছনোর চেষ্টা করছি৷
advertisement
টেস্ট কিটের ফলাফল
সিপ্লা -র বিরাজেন কিটকে আইসিএমআর প্রথমবার সবুজ সঙ্কেত দিয়েছিল৷
এই কিটে মাল্টিপ্লেক্স PCR টেকনোলজি -র ব্যবহার করা হয়েছে৷ কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে এই কিটে SARS CoV-2 -র বিষয়ে ৯৮.৬ শতাংশ ফলাফল সঠিক আসছে৷ আশা করা হচ্ছে এই কিট দিয়ে লোক নিজেদের বাড়িতে করোনা টেস্টের ফলাফল পাওয়া যাবে৷
কে করতে পারে টেস্ট
বলার বিষয় যে বিরাজেন সিপ্লা -র পক্ষ থেকে করোনার তৃতীয় ওয়েভের আগে এই কিট বাজারে এসে গেল৷ এর আগে প্রথম কোম্পানি অ্যান্টিজেন আর অ্যান্টিবডি টেস্ট লঞ্চ করা হয়েছিল৷ কোম্পানির পক্ষ থেকে আশা করা হয়েছে সংক্রমণে লাগাম দিতে সাহায্য করবে৷ মানুষ নিজেই নিজেদের বাড়িতে করোনা টেস্ট করে নিতে পারবেন৷ আইসিএমআর বলেছে ঘরেই আরটিপিসি কিট ব্যবহার করে দেখতে পারবেন তার লক্ষণ ব্যবহার করবেন৷ তবে না ভেবেচিন্তে এই টেস্ট যেন না করা হয়৷
