২০১০ সালে চিনের সবচেয়ে মূল্যবান সাহিত্য পুরষ্কার পান ফাং। গোটা দেশেই তাঁর জনপ্রিয়তা প্রশ্নাতীত।তাহলে কেন তাঁর উপর চটল জাতীয়তাবাদীরা?সমলোচকদের বক্তব্য ফাংয়ের ডায়েরির পাতার এন্ট্রি সারা পৃথিবীতে যারা বেজিংয়ের নিন্দেমন্দ করতে ব্যস্ত তাঁদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে।
ফাংয়ের বিরুদ্ধে অভিযোগ, চিনের হাসপাতালে অব্যবস্থা, মাস্কের অপ্রতুলতা ইত্যাদি নানা অস্বস্তিকর বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
advertisement
করোনার অভিঘাতে চিন-মার্কিন সম্পর্কটা সংঘাতের হয়ে দাঁড়িয়েছে। উহান সংক্রান্ত নানা মনগড়া তত্ত্ব আউরাচ্ছেন পশ্চিমী বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতেই চিনা সোশ্যাল মিডিয়াগুলিতে ফাংকে আক্রমণ করছেন জাতীতাবাদীরা। তাঁদের দাবি, চিনের সংকটে পাশে না দাঁড়িয়ে সমলোচকদের আরও সুযোগ করে দিচ্ছেন ফাং।
Location :
First Published :
April 22, 2020 3:18 PM IST