টেক্সাসের রিপাবলিকান আইনপ্রণেতা মাইকেল ম্যাকল করোনাভাইরাসের উৎসের সন্ধানে একটি তদন্ত অনেকদিন আগেই শুরু করেছিলেন ৷ পাশাপাশি আমেরিকার প্রশাসনও এই নিয়ে তদন্ত চালাচ্ছে ৷ যে ভাইরাস গোটা বিশ্বকে তছনছ করে দিয়েছে ৷ লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন ৷ সেই ভাইরাসের উৎস জানা অত্যন্ত প্রয়োজন বলেই মনে করছেন বিশেষজ্ঞ থেকে আম-আদমি সকলেই ৷ একাধিক সূত্র থেকে নেওয়া খবর অনুযায়ী রিপাবলিকান কমিটি এই সিদ্ধান্তে পৌঁছেছে, যে উহানের গবেষণাগারেই পরীক্ষা চলছিল ৷ সেখানে ভাইরাস ও ব্যাকটেরিয়ার জিনগত পরিবর্তন করে তার সংক্রমণ ক্ষমতা বাড়ানো হয়েছিল ৷ তার পর একে কীভাবে ঠকানো যায়, সেই পরীক্ষাও করা হচ্ছিল ৷ কিন্তু ল্যাবে যথাযোগ্য নিরাপত্তা ব্যবস্থা ছিল না ৷ তারপরেই ঘটে যায় বিপদ ৷
advertisement
Location :
First Published :
August 04, 2021 7:37 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
China Lab Coronavirus: চিনের ল্যাবেই তৈরি হয়েছে করোনাভাইরাস, দাবি US GOP রিপোর্টে
