জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে টোকিও ও দেশের বাকি চার এলাকা থেকে এমার্জেন্সি তুলে নিয়েছেন ৷ সোমবার করোনা সংক্রমণের হার দেশে অনেকটাই কম হয়েছে ৷ কিন্তু তিনি দেশবাসীকে এটাও জানিয়েছে ভাইরাসের সংক্রমণ আরও বাড়লে ফের দেশে এমার্জেন্সি লাগু করা হবে ৷
আরও পড়ুন - জুনে পরিস্থিতি ভয়াবহ হবে দেশে, করোনা সংক্রমণ নিয়ে কী আশঙ্কা বিশেষজ্ঞদের, শুনে নিন
advertisement
ভাইরাসের সংক্রমণ রুখতে স্বাস্থ্যকর্তারা সারা পৃথিবীতে মানুষকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে ৷ কারণ যেসব জায়গায় সামাজিক দূরত্ব বজায় রাখা যাচ্ছে না সেখানে নিয়ন্ত্রণ করতে মাস্কের ব্যবহার অপরিহার্য ৷ যখন লকডাউন থেকে সারা পৃথিবী একটু একটু করে বেরোবে তখন করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে এই মাস্কই বড় অস্ত্র হতে চলেছে ৷ জাপানের শিশু রোগ অ্যাসোসিয়েশন জানিয়েছে একদম শিশুদের মাস্ক কখনই না পরাতে ৷
তাঁরা জানিয়েছেন, ‘মাস্ক পরলে নিঃশ্বাস নেওয়া কষ্টকর কারণ ওদের সরু এয়ার প্যাসেজ দিয়ে সীমিত পরিমাণ বায়ু প্রবেশ করে ৷ ’
এছাড়াও এটা বলার যথেষ্ট কারণ আছে ৷ সেভাবে এখনও করোনা ভাইরাস সারা পৃথিবীতেই মারণ প্রতিপন্ন হয়নি ৷ দু বছরের কম শিশুদের তাই মুখ ঢাকার প্রয়োজন নেই ৷ তাদের মুখ ঢাকবেন না ৷