TRENDING:

করোনা ভাইরাস সংক্রমণ রুখতে ভুলেও দুধের শিশুর মুখে মাস্ক পরাবেন না, জানাল জাপান

Last Updated:

মা-বাবা শিশুকে মাস্ক পরানোর মতো বিপদজনক ভুল করবেন না

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#টোকিও: দু' বছরের কম শিশুদের মোটেই মাস্ক দিয়ে মুখ ঢাকবেন না ৷ মা -বাবাকে এই কাজ করতে বারণ করল করল জাপানের চিকিৎসক সংস্থা ৷ তাদের সাফ কথা এতে উপকারের চেয়ে মারাত্মক ক্ষতি যাওয়ার সম্ভবনাই বেশি ৷ তাদের মতে এতে শিশু নিঃশ্বাস নিতে না পেরে শ্বাসরোধ হয়ে মারা যেতে পারে ৷ করোনা অতিমারির সঙ্গে লড়াই করছে গোটা দুনিয়া, এর মধ্যে কোনওভাবেই যেন শিশুদের মা-বাবা শিশুকে মাস্ক পরানোর মতো বিপদজনক ভুল না করেন ৷
advertisement

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে টোকিও ও দেশের বাকি চার এলাকা থেকে এমার্জেন্সি তুলে নিয়েছেন ৷ সোমবার করোনা সংক্রমণের হার দেশে অনেকটাই কম হয়েছে ৷ কিন্তু তিনি দেশবাসীকে এটাও জানিয়েছে ভাইরাসের সংক্রমণ আরও বাড়লে ফের দেশে এমার্জেন্সি লাগু করা হবে ৷

আরও পড়ুন - জুনে পরিস্থিতি ভয়াবহ হবে দেশে, করোনা সংক্রমণ নিয়ে কী আশঙ্কা বিশেষজ্ঞদের, শুনে নিন

advertisement

ভাইরাসের সংক্রমণ রুখতে স্বাস্থ্যকর্তারা সারা পৃথিবীতে মানুষকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে ৷ কারণ যেসব জায়গায় সামাজিক দূরত্ব বজায় রাখা যাচ্ছে না সেখানে নিয়ন্ত্রণ করতে মাস্কের ব্যবহার অপরিহার্য ৷ যখন লকডাউন  থেকে সারা পৃথিবী একটু একটু করে বেরোবে তখন  করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে এই মাস্কই বড় অস্ত্র হতে চলেছে ৷ জাপানের শিশু রোগ অ্যাসোসিয়েশন জানিয়েছে একদম শিশুদের মাস্ক কখনই না পরাতে ৷

advertisement

তাঁরা জানিয়েছেন, ‘মাস্ক পরলে নিঃশ্বাস নেওয়া কষ্টকর কারণ ওদের সরু এয়ার প্যাসেজ দিয়ে সীমিত পরিমাণ বায়ু প্রবেশ করে ৷ ’

সেরা ভিডিও

আরও দেখুন
দীপাবলির পরেই শুরু হয় ভৈলিনি-দেওসি! কীভাবে এই উৎসব পালন করে জানেন?
আরও দেখুন

এছাড়াও এটা বলার যথেষ্ট কারণ আছে ৷ সেভাবে এখনও করোনা ভাইরাস সারা পৃথিবীতেই মারণ প্রতিপন্ন হয়নি ৷ দু বছরের কম শিশুদের তাই মুখ ঢাকার প্রয়োজন নেই ৷ তাদের মুখ ঢাকবেন না ৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা ভাইরাস সংক্রমণ রুখতে ভুলেও দুধের শিশুর মুখে মাস্ক পরাবেন না, জানাল জাপান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল