TRENDING:

কেন্দ্রীয় দলকে সবরকম সাহায্য, সংঘাত এড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি মুখ্যসচিবের

Last Updated:

চিঠিতে মুখ্যসচিব মনে করিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় দল আসার খবর সময়মতো রাজ্যকে দেওয়া হয়নি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেন্দ্রীয় প্রতিনিধি দলকে সবরকম সহযোগিতা করবে রাজ্য সরকার৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভল্লাকে চিঠি দিয়ে এ কথা জানালেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা৷ একই সঙ্গে তিনি চিঠিতে দাবি করেছেন, কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে কোনও অসহযোগিতা করেনি রাজ্য৷
advertisement

চিঠিতে রাজীব সিনহা লিখেছেন, কলকাতায় কেন্দ্রীয় প্রতিনিধি দলের যে সদস্যরা রয়েছেন, তাঁদের সঙ্গে তিনি নিজে মঙ্গলবার গিয়ে দেখা করেছেন৷ পাশাপাশি, উত্তরবঙ্গে থাকা দলটির সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে কেন্দ্রকে জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব৷

যদিও চিঠিতে মুখ্যসচিব মনে করিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় দল আসার খবর সময়মতো রাজ্যকে দেওয়া হয়নি৷ রাজ্য সহযোগিতা করছে না বলে যে দাবি করা হচ্ছে, তা ঠিক নয় বলেই চিঠিতে দাবি করেছেন মুখ্যসচিব৷ রাজ্যে আসার পর দু'টি কেন্দ্রীয় দলের পক্ষ থেকেই রাজ্যের সঙ্গে কোনওরকম যোগাযোগ করা হয়নি৷ কেন্দ্রীয় দলের সদস্যরা নিজেদের মতো করেই কলকাতায় বিএসএফ এবং শিলিগুড়িতে এসএসবি-র ক্যাম্প অফিসে চলে যান৷ ফলে রাজ্যের তরফে তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি৷

advertisement

সেই সমন্বয়ের অভাব যে মিটে গিয়েছে, তাও চিঠিতে উল্লেখ করেছেন রাজ্যের মুখ্যসচিব৷ কেন্দ্রের নির্দেশ মেনে সর্বত্রই লকডাউন কার্যকর করতে রাজ্য প্রশাসন উদ্যোগী হয়েছে বলেও চিঠিতে জানিয়েছেন মুখ্যসচিব৷

প্রসঙ্গত রাজ্য সরকার কেন্দ্রীয় প্রতিনিধি দলকে সহযোগিতা করছে না বলে অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজ্যের মুখ্যসচিবকে মঙ্গলবার চিঠি লিখেছিলেন৷ মহামারি আইন এবং সুপ্রিম কোর্টের নির্দেশের কথা মনে করিয়ে দিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে সহযোগিতা করার জন্য চিঠিতে রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়৷ মঙ্গলবার সন্ধ্যায় সেই চিঠিরই জবাব দেওয়া হয় রাজ্যের তরফে৷

advertisement

রাজ্যের মুখ্যসচিবের পাঠানো চিঠির প্রাপ্তিস্বীকার করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ রাজ্যের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তারা৷

সেরা ভিডিও

আরও দেখুন
উৎসবের মরশুমে শুরু হয়ে গেল বই পার্বণ! কোথায় হচ্ছে, কতদিন চলবে জানুন
আরও দেখুন

রাজ্যে দুই কেন্দ্রীয় দলের আসা নিয়ে  সোমবার কেন্দ্র এবং রাজ্যের মধ্যে চূড়ান্ত টানাপোড়েন তৈরি হয়৷ রাজ্যকে না জানিয়েই কেন্দ্র পর্যবেক্ষক দল পাঠিয়েছে বলে অভিযোগ তোলা হয় নবান্নের তরফে৷ বিষয়টি নিয়ে খোদ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী৷ কেন্দ্রীয় দল পাঠিয়ে দিল্লির বিরুদ্ধে রাজনীতির অভিযোগে সরব হয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
কেন্দ্রীয় দলকে সবরকম সাহায্য, সংঘাত এড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি মুখ্যসচিবের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল