এর আগেও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী নিজের রাজ্যের কর্মপদ্ধতি নিয়ে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন জায়গায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে আশঙ্কার যথেষ্ট কারণ রয়েছে ৷এই অবস্থায় কতটা স্বাভাবিক ছন্দে ফেরা যাবে তা নিয়ে থাকছে বড় প্রশ্ন৷ তবুও অর্থনীতির চাকা ধীরে ধীরে সচল করতে এই পথে হাঁটতেই হবে ৷
advertisement
ইতিমধ্যেই দেশের কিছু গুরুত্বপূ্রণ রুটে কড়া নিয়মের মধ্যে দিয়ে ট্রেন চালু হয়েছে ৷ রাজ্যের রেড জোনেও ধীরে ধীরে বাস পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে সেক্ষেত্রে কড়া নিয়ম মেনেই বাস চলবে ৷ বাসে তোলা যাবে না ২০ জনের বেশি যাত্রী ৷ এভাবেই রেড জোনে কড়া নিয়ম বলবৎ করে কতটা লকডাউনকে ছাড় দেওয়া যায় মঙ্গলবারের বৈঠকে সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আলোচনা হবে ৷