এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, অনেক প্রাইভেট হাসপাতাল এবং নার্সিংহোম এমনভাবে বেড সংখ্যা বাড়িয়ে দিচ্ছে যেটা অক্সিজেনের সঙ্গে ট্যাগ করা হচ্ছে না। তাতে বেশ কিছু সমস্যা হচ্ছে। তবে এর উপর নজর রয়েছে বলেই এদিন জানালেন স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যে হাসপাতালে খবরের কথা বলা হচ্ছে সেই হাসপাতালে অক্সিজেন পৌঁছে গিয়েছিল। কিন্তু সেই হাসপাতাল এ কত বেড সংখ্যা ছিল আর কত বেড সংখ্যা বাড়ানো হয়েছে সেটাও এনালাইসিস করা উচিত ছিল, বললেন চন্দ্রিমা ভট্টাচার্য।
advertisement
গতকালই রাজভবনে স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন চন্দ্রিমা ভট্টাচার্য। 'কাজ করার সুযোগের জন্য মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ', শপথ নিয়ে বলেন চন্দ্রিমা। এদিন তাঁরই সঙ্গে শপথ নেন মন্ত্রিসভার আরও ৭ মহিলা মন্ত্রী। সবমিলিয়ে মোট নয় জন মহিলা মন্ত্রী থাকছেন এবারের মন্ত্রিসভায়। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করবেন তাঁরা এঁদের মধ্যে রয়েছেন ক্যাবিনেট মন্ত্রী শশী পাঁজা, এছাড়াও রয়েছে শিউলি সাহা, বীরবাহ হাঁসদা প্রমুখ। এদিনে দফতরে পৌঁছলে স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে শুভেচ্ছা জানান স্বাস্থ্য দফতরের কর্মী থেকে শুরু করে আধিকারিকরা।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়