টিকাকরণ নিয়ে কেন্দ্র রাজ্যের সমন্বয়ের ব্যাপারেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী (ModiSpeech)৷ তিনি জানিয়ে দেন যে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী টিকাকরণের যে ২৫ শতাংশ দায়িত্ব রাজ্যের কাছে ছিল তাও কেন্দ্রই দেখবে। এই ব্যবস্থা দুই সপ্তাহের মধ্যে চালু হবে, সোমবার নিজের বক্তব্যে জানিয়ে দেন প্রধানমন্ত্রী মোদি৷। তখনই তিনি উল্লেখ করেন যে, ২১ জুন (PM Modi announced free Vaccination: PM Narendra Modi in his Speech today announced) থেকে দেশের সব নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেবে কেন্দ্র।
advertisement
এদিন দেশবাসীর উদ্দ্যেশে ভাষণে মোদি জানিয়ে দেন যে, ভ্যাকসিন উৎপাদন সংস্থাগুলি থেকে ৭৫ শতাংশ মোট টিকা কিনবে কেন্দ্র৷ এবং তা বিনামূল্য সব রাজ্যকে দেওয়া হবে৷ এরই পাশাপাশি টিকার ক্ষেত্রে যে ২৫ শতাংশ দায়িত্বভার থাকে রাজ্য সরকারগুলির উপর, তাও এবার থেকে দেখবে কেন্দ্র সরকার৷
ভারতের কোউইন (CoWin App)নিয়ে চর্চা হচ্ছে বিশ্বব্যাপী, জানান মোদি। এমনকী দেশে করোনা যুদ্ধে যে লড়াই চলছে সর্বস্তরে, সেই দাবিও করেন তিনি৷ কয়েকটি দেশ যারা নিজস্ব করোনা টিকা তৈরি করেছে, তাদের মধ্যে ভারতও রয়েছে৷ ফলে করোনা লড়াইয়ে আগ্রাধিকার পেয়েছে দেশ৷ এরই মধ্যে কোন রাজ্য কত টিকা পাবে, তা তাদের আগেভাগেই জানিয়ে দেওয়া হবে বলে মন্তব্য মোদি৷ এই নিয়ে রাজ্যের কুটকচালি মানুষ ভাল চোখে দেখছে না বলেও কটাক্ষ করেছেন নরেন্দ্র মোদি৷ তাঁর সরকারের এখন একটাই উদ্দ্যেশ্য, কত দ্রুত ভ্যাকসিন দেওয়া যায়৷
তিনি আরও বলেন যে, বহু মুখ্যমন্ত্রী এবং বিরোধী সাংসদদের সঙ্গে পর্যালোচনা করে ভ্যাকসিনের অগ্রাধিকার ঠিক করা হয়েছিল। যেমন হেলথ ওয়ার্কার, ফ্রন্টলাইন ওয়ার্কার, বরিষ্ঠ নাগরিকরা আগে ভ্যাকসিন পাবেন। করোনার দ্বিতীয় ঢেউয়ের আগে ফ্রন্টলাইন ওয়ার্কারদের ভ্যাকসিন না দিতে পারলে আরও সমস্যা হত বলেই তাঁর মত৷ এঁরা সকলে ভ্যাকসিন পেয়েছেন বলেই লাখো মানুষের প্রাণ বাঁচাতে পেরেছেন, দাবি প্রধানমন্ত্রীর৷