TRENDING:

শুরু হয়নি গোষ্ঠী সংক্রমণ মত কেন্দ্রের, দিল্লি সরকারের হিসেবে জুলাইয়ের শেষে করোনা সংক্রমিত হবে সাড়ে পাঁচ লক্ষ

Last Updated:

সোমবারই লেফটানেন্ট গভর্নর দিল্লি সরকারের করোনা -র জন্য হাসপাতাল ও প্রাইভেট নার্সিংহোমের বেড রিজার্ভ রাখার সিদ্ধান্ত খারিজ করে দেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কেন্দ্র থেকে আসা আধিকারিকরা জানিয়ে দিলেন দিল্লিতে করোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ নেই ৷ এদিক দিল্লিতে উপ মুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া করোনা সংক্রমণের বৃদ্ধি নেয়ে উষ্মা প্রকাশ করেছেন ৷
advertisement

দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি-র একটি সভার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর মণীশ শিশোদিয়া জানিয়েছেন ৩১ জুলাই অবধি শুধু দিল্লিতেই আক্রান্তের সংখ্যা হবে সাড়ে পাঁচ লক্ষের বেশি ৷ অন্য দিকে জুলাইয়ের শেষে শুধুমাত্র কোভিডের চিকিৎসার জন্যেই ৮০ হাজার শয্যা লাগবে ৷

শিশোদিয়া সংবাদমাধ্যমকে জানান, ‘কেন্দ্রের আধিকারিকরা জানিয়েছেন দিল্লিতে কোনও কমিউনিটি ট্রান্সমিশন নেই ৷ ’ দিল্লি সরকার চেয়েছে রাজ্য সরকারি ও প্রাইভেট হাসপাতাল কোনটিতেই দিল্লির বাইরের মানুষের করোনা চিকিৎসা যেন না হয় ৷ দিল্লি সরকারের এই সিদ্ধান্ত নিয়ে লেফটেন্যান্ট গভর্নর নিজের রায় দিয়েছেন ৷

advertisement

এদিকে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন মঙ্গলবার জানিয়েছিলেন দিল্লিতে সংক্রমণের যে নতুন কেসগুলি আসছে সেগুলির ক্ষেত্রে কীভাবে সংক্রমণ হয়েছে তা জানা যাচ্ছে না৷

জুনের শেষে করোনা সংক্রমণে যে বিপুল সংখ্যায় বাড়তে চলেছে তার জন্য  কেজরি প্রশাসন তৈরি জানিয়েছেন তিনি ৷  এই প্রচুর সংখ্যা বৃদ্ধির জেরে কী তাহলে দিল্লিতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে এই প্রশ্নের উত্তরে অবশ্য তিনি জানিয়েছেন এই বিষয়টি নিয়ে কেন্দ্র নিজেদের মত জানিয়েছে ৷

advertisement

তিনি বলেছেন, ‘গোষ্ঠী সংক্রমণ হল করোনা ভাইরাস সংক্রমণের তৃতীয় স্তর , দিল্লিতে যে নতুন কেসগুলি আসছে তার অর্ধেকের সংক্রমণ কীভাবে হচ্ছে তা বোঝা যাচ্ছে না ৷ ’

সোমবার দিন করোনা সংক্রমণের নতুন রেকর্ড করেছেন নয়াদিল্লি ৷ সেখানে নতুন করে সংক্রমিত হয়েছে ১০০৭ জন ৷ যার জেরে মোট সংক্রমিত ২৯ হাজার ৷ দিল্লিতে করোনার জেরে মৃত্যু হয়েছে ৮৭৪ জনের ৷

advertisement

দিল্লির লেফটন্যান্ট গর্ভনর অনিল বাইজাল একটি সর্বদল বৈঠক ডেকেছে ৷ যেখানে দিল্লিতে করোনা সংক্রমণ নিয়ে কীভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে আলোচনা করা হবে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

একদিকে করোনা সংক্রমণ নিয়ে যেমন উদ্বেগ হচ্ছে ঠিক তেমনিই রাজনৈতিক চাপানউতোরও চলছে ৷ এদিকে সোমবারই লেফটানেন্ট গভর্নর দিল্লি সরকারের করোনা -র জন্য হাসপাতাল ও প্রাইভেট নার্সিংহোমের বেড রিজার্ভ রাখার সিদ্ধান্ত খারিজ করে দেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
শুরু হয়নি গোষ্ঠী সংক্রমণ মত কেন্দ্রের, দিল্লি সরকারের হিসেবে জুলাইয়ের শেষে করোনা সংক্রমিত হবে সাড়ে পাঁচ লক্ষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল