TRENDING:

করোনা থেকে সুস্থ হওয়ার তিন মাস পর টিকা, ১৪ দিন পর দেওয়া যাবে রক্ত

Last Updated:

স্তন্যপান করাচ্ছেন, এমন সব মহিলাদেরও টিকা (Coronavirus Vaccine) নেওয়ার সুপারিশ করা হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: করোনার টিকাকরণ নিয়ে ফের একগুচ্ছ নতুন নিয়মাবলী জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷ নয়া নির্দেশিকায় বলা হয়েছে, করোনা আক্রান্তদের ক্ষেত্রে সুস্থ হয়ে ওঠার তিন মাস পর টিকা নেওয়া যাবে৷ এ দিন সব রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লিখে এই নির্দেশিকার কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ৷
advertisement

নয়া নির্দেশিকায় বলা হয়েছে, যে করোনা আক্রান্তদের সুস্থ করে তোলার জন্য প্লাজমা অথবা মোনোক্লোনাল অ্যান্টিবডি দিতে হয়েছে, তাঁদের ক্ষেত্রেও হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার তিন মাস পর টিকা দেওয়া যাবে করোনার টিকাকরণের জন্য গঠিতে কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটিই এই সুপারিশগুলি করেছে বলে চিঠিতে জানানো হয়েছে৷ একই ভাবে, যাঁরা করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন, তাঁদের ক্ষেত্রেও সুস্থ হয়ে ওঠার তিন মাস পরেই দ্বিতীয় ডোজ নেওয়ার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞ কমিটি৷

advertisement

এর পাশাপাশি যাঁদের অন্য কোনও সাধারণ অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে অথবা আইসিইউ-তে রেখে চিকিৎসা করাতে হচ্ছে, তাঁদের ক্ষেত্রেও হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার অন্তত ৪ থেকে ৮ সপ্তাহ পর ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷

নতুন এই নির্দেশিকায় বলা হয়েছে, করোনার টিকা যাঁরা নিচ্ছেন, তাঁরা ১৪ দিন পর থেকে রক্তদান করতে পারবেন৷ একই ভাবে যাঁরা করোনা আক্রান্ত হচ্ছেন, তাঁরা আরটি পিসিআর টেস্ট রিপোর্ট নেগেটিভ আসার দু' সপ্তাহ পর রক্ত দিতে পারবেন৷ স্তন্যপান করাচ্ছেন, এমন সব মহিলাদেরও টিকা নেওয়ার সুপারিশ করা হয়েছে৷ যাঁরা করোনা টিকা নিতে আগ্রহী, তাঁদের ভ্যাকসিন দেওয়ার আগে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করার কোনও প্রয়োজন নেই৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গায়ক অরিজিৎ সিংয়ের পারিবারিক রেস্টুরেন্ট 'হেঁশেল'! ৪০টাকায় সস্তার সুস্বাদু খাবার পাবেন
আরও দেখুন

Somraj Banerjee

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা থেকে সুস্থ হওয়ার তিন মাস পর টিকা, ১৪ দিন পর দেওয়া যাবে রক্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল