TRENDING:

Coronavirus Vaccine: এবার বাড়ির দোরগোড়ায় করোনার ভ্যাকসিন, প্রবীণ নাগরিকদের জন্য নতুন পরিষেবা

Last Updated:

টিকাকরণ (Coronavirus Vaccine) শুরু হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে, বাড়ি থেকে দূরে হাসপাতাল বা টিকাকরণ কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নিতে বিপাকে পড়ছেন অনেক প্রবীণ নাগরিক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এবার বাড়ির দোরগোড়ায় টিকাকরণ কর্মসূচি পৌঁছে দিতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিবার কল্যাণ মন্ত্রকের তরফেই বিবৃতি দিয়ে এ দিন এই ঘোষণা করা হয়েছে৷ বিবৃতিতে জানানো হয়েছে, এবার থেকে বাড়ির কাছেই বিশেষ ক্যাম্প করে ৬০ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের টিকাকরণের ব্যবস্থা করা হবে৷ পাশাপাশি ৬০ বছরের নীচে বিশেষ ভাবে সক্ষমরাও এই সুবিধে পাবেন৷ যাঁরা এখনও ভ্যাকসিনের কোনও ডোজই পাননি অথবা একটি ডোজ পেয়েছেন, তাঁরাই এই ক্যাম্প থেকে টিকা নিতে পারবেন৷
advertisement

টিকাকরণ শুরু হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে, বাড়ি থেকে দূরে হাসপাতাল বা টিকাকরণ কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নিতে বিপাকে পড়ছেন অনেক প্রবীণ নাগরিক৷ মূলত তাঁদের সুবিধার্থেই এই পরিষেবা চালু করা হচ্ছে৷

স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, যদি দেখা যায় কোনও এলাকায় নির্দিষ্ট সংখ্যক আগ্রহী ভ্যাকসিন গ্রহীতা রয়েছেন, তাহলে রাজ্য প্রশাসনের সহযোগিতায় সেখানে বিশেষ ক্যাম্প করে প্রবীণ নাগরিক এবং বিশেষ ভাবে সক্ষমদের টিকাকরণের ব্যবস্থা করা হবে৷ স্থানীয় কমিউনিটি হল, স্কুল ভবন, বৃদ্ধাবাস, পঞ্চায়েত অফিসে এই ধরনের ক্যাম্পগুলির আয়োজন করা হবে৷

advertisement

ইতিমধ্যেই সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলকে এই পরিষেবা শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশও দেওয়া হয়েছে৷ তবে হাসপাতাল বা টিকাকরণ কেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার সময় যে যে নিয়ম মানতে হচ্ছে, এক্ষেত্রেও তা অপরিবর্তিত থাকছে৷ কোথায় কোথায় এই ধরনের ক্যাম্প করা হবে, জেলা এবং শহরাঞ্চলে টিকাকরণের জন্য গঠিত টাস্ক ফোর্স সেই সিদ্ধান্ত নেবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মন্থা আছড়েছিল অন্ধ্রে, নাকানিচোবানি খেল দিঘা, নাগাড়ে বৃষ্টি, তোলপাড় করা দিঘার ঢেউ
আরও দেখুন

Avijit Chanda

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus Vaccine: এবার বাড়ির দোরগোড়ায় করোনার ভ্যাকসিন, প্রবীণ নাগরিকদের জন্য নতুন পরিষেবা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল