টিকাকরণ শুরু হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে, বাড়ি থেকে দূরে হাসপাতাল বা টিকাকরণ কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নিতে বিপাকে পড়ছেন অনেক প্রবীণ নাগরিক৷ মূলত তাঁদের সুবিধার্থেই এই পরিষেবা চালু করা হচ্ছে৷
স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, যদি দেখা যায় কোনও এলাকায় নির্দিষ্ট সংখ্যক আগ্রহী ভ্যাকসিন গ্রহীতা রয়েছেন, তাহলে রাজ্য প্রশাসনের সহযোগিতায় সেখানে বিশেষ ক্যাম্প করে প্রবীণ নাগরিক এবং বিশেষ ভাবে সক্ষমদের টিকাকরণের ব্যবস্থা করা হবে৷ স্থানীয় কমিউনিটি হল, স্কুল ভবন, বৃদ্ধাবাস, পঞ্চায়েত অফিসে এই ধরনের ক্যাম্পগুলির আয়োজন করা হবে৷
advertisement
ইতিমধ্যেই সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলকে এই পরিষেবা শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশও দেওয়া হয়েছে৷ তবে হাসপাতাল বা টিকাকরণ কেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার সময় যে যে নিয়ম মানতে হচ্ছে, এক্ষেত্রেও তা অপরিবর্তিত থাকছে৷ কোথায় কোথায় এই ধরনের ক্যাম্প করা হবে, জেলা এবং শহরাঞ্চলে টিকাকরণের জন্য গঠিত টাস্ক ফোর্স সেই সিদ্ধান্ত নেবে৷
Avijit Chanda
