ঘটনাটি ঘটেছে পঞ্জাবের জলন্ধরে৷ সেখানে শহরের রাস্তাতেই বিভিন্ন গাড়ি থামিয়ে নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিশ৷ সেই সময়ই মুল্করাজ নামে এক এএসআই একটি গাড়িকে থামানোর চেষ্টা করেন৷ কিন্তু পুলিশের নির্দেশ না মেনেই বেরিয়ে যাওয়ার চেষ্টা করে গাড়িটি৷ মরিয়া ওই অফিসার গাড়িটির বনেটে উঠে পড়েন৷ সেই অবস্থাতেই চলতে থাকে গাড়িটি৷
এই কাণ্ড দেখে অন্যান্য পুলিশকর্মী এবং স্থানীয় মানুষ চিৎকার করে গাড়িটিকে ধাওয়া করেন৷ কিছুটা দূরে গিয়ে গাড়ি থামান গাড়ির চালক৷ সঙ্গে সঙ্গে গিয়ে ওই যুবককে আটক করে পুলিশ৷ ক্ষুব্ধ জনতা ওই যুবককে বেশ কয়েক ঘা দিয়েও দেয়৷
বরাতজোরে ওই অফিসারের বড় কোনও আঘাত লাগেনি৷ তবে তাঁর সাহসিকতা অবশ্যই প্রশংসার যোগ্য৷ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ কী উদ্দেশ্যে ওই যুবক গাড়ি নিয়ে বেরিয়েছিল এবং কেন সে গাড়ি থামাল না, তাও জানার চেষ্টা করছে পুলিশ৷ এর আগে এই পঞ্জাবেই বাজারের মধ্যে এক পুলিশকর্মীর হাত কেটে নিয়েছিল দুষ্কৃতীরা৷ গোটা দেশেই লকডাউন কার্যকর করতে গিয়ে পুলিশকর্মীদের উপরে একাধিক হামলার ঘটনা ঘটেছে৷