উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে প্রতিদিন অসংখ্য যাত্রী যাতায়াত করেন। সরকারি বাস গুলি কোন দিন পরিস্কার করা হয় আবার কোন দিন পরিস্কার না করেই রুটে চালিয়ে দেওয়া হয়। সারা পৃথিবী জুড়ে করোনা বাইরাসের আতঙ্কে মানুষ আতঙ্কিত।বাসে একসঙ্গে প্রচুর যাত্রী যাতায়াত করেন। বাসের যাত্রীরা যাতে সুরক্ষিত থাকেন তারজন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা আজ থেকে সমস্ত বাসে স্প্রে করার কাজ শুরু করল।ব্লিচিং পাউডার,ডেটোল এবং ফিনাইল দিয়ে এই স্প্রে করা হচ্ছে।সংস্থার এই উদ্যোগে কিছুটা স্বস্তি পেয়েছেন যাত্রীরা।যাত্রীরা স্বস্তি পেলেও এখনও আতঙ্কের মধ্যেই দায়িত্ব সামলাবেন বাস চালক।বাস চালকদের জন্য সরকারিভাবে প্রতিরোধে জন্য কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।বাস চালকদের জন্য মাক্স এবং হ্যান্ড ওয়াস সরবরাহ করার জন্য সংস্থার আধিকারিকদের কাছে দাবি করেছেন।সংস্থার আধিকারিক সুজিত ভৌমিক জানিয়েছেন,সংস্থার উচ্চপদস্থ কর্তাদের নির্দেশেই গাড়ি গাড়িতে স্প্রে কাজ শুরু করলেন। বাস কর্মীদের সুরক্ষিত রাখার জন্য বিভাগীয় ভাবে তাদের কাছে কোন নির্দেশ আসে নি।নির্দেশ পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বাস কর্মী এবং যাত্রীদের সুরক্ষিত রাখাই তাদের লক্ষ্য বলে সুমিতবাবু জানিয়েছেন।
advertisement
UTTAM PAUL