ট্যুইটারে পার্নো লিখেছেন, 'আমি সকলের সঙ্গে একটা জরুরি বিষয় শেয়ার করতে চাই। আমার করোনা রিপোর্ট পজিটিভ। আমি সকলকে অনুরোধ জানাবো যাঁরা গত ৭ দিনে আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা দয়া করে টেস্ট করিয়ে নিন। নিজেদের খেয়াল রাখুন। সবশেষে অনুরোধ মাস্ক পরতে ভুলবেন না।'
পার্নো আপতত বাড়িতেই নিভৃতবাসে (Home Isolation) রয়েছেন। উল্লেখ্য, চলতি বছর বিধানসভা ভোটে বিজেপির টিকিটে বরাহনগর আসন থেকে লড়ছেন পার্নো মিত্র। ভোট মিটে যাওয়ার পরে কিছু উপসর্গ দেখা দেয় অভিনেত্রীর। দেরী না করে সঙ্গে সঙ্গেই নিজেকে আইসোলেশনে ছলে যান, এরপর করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজেটিভ আসে।
প্রসঙ্গত, দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। রবিবার নিজেই ট্যুইট করে জানিয়েছেন সস্ত্রীক করোনা আক্রান্ত হওয়ার কথা। অন্যদিকে, করোনা রিপোর্ট পজিটিভ আসে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, জিৎ, নাট্যব্যক্তিত্ব তথা অভিনেতা কৌশিক সেন এবং তাঁর স্ত্রী রেশমি সেন, অভিনেত্রী চৈতি ঘোষালের। রবিবার করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন খড়দহের তৃণমূল প্রার্থী (khardah TMC Candidate) কাজল সিনহা (Kajal Sinha)।