করোনা মোকাবিলার সামগ্রিক পরিস্থিতি নিয়ে রোজই বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন মমতা। এদিনও সেই নিয়ম মেনে প্রাথমিক পরিসংখ্যান দেওয়ার আগেই তিনি ঘোষণা করেন এই বোর্ডের কথা। মমতা এদিন বলেন, মারণ জীবানুর প্রকোপ রুখতে আর কী কা সামাজিক পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়ের পরামর্শ নেবেন তিনি। নিজে ফোন করবেন বলেও এদিন তিনি জানিয়েছেন। তাঁর আশা অভিজিৎ এ বিষয়ে সাড়া দেবেন।
advertisement
পাশাপাশি, পরিসংখ্যানের বিষয়েও রাজনীতি করতে নিষেধ করেছেন মমতা। বলেছেন, চিকিৎসকদের বিশ্বাস করুন, তাঁদের দেওয়া পরিসংখ্যানকে বিশ্বাস করুন। অযথা রাজনীতি করবেন না।
Location :
First Published :
April 06, 2020 10:06 PM IST