রাজ্যে প্রথম ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণে মত্যু হয়েছিল হরিদেবপুরের এক বাসিন্দার। কিন্তু সেখানেই আটকে থাকেনি সংক্রমণ। বুধবারও উত্তরবঙ্গের দুই রোগীর মৃত্যু হয়েছে এই সংক্রমণে। চিকিৎসকরা অবশ্য বলছেন, এই রোগ নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে।
ঠিক কী ধরনের সর্তকতা নেওয়া উচিত তাই নিয়ে রাজ্য সরকার একটি সাধারণ নির্দেশিকা জারি করেছে। বাসা বাঁধে এই ছত্রাক। স্বাস্থ্য দপ্তর বলছে এই সংক্রমণ ঠেকাতে ডায়াবিটিস নিয়ন্ত্রণ করতে হবে। গ্লাভস পরে থাকা প্রয়োজন। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা অত্যন্ত জরুরি। স্নানের সময় সাবান ব্যবহার করতে হবে। জুতো ট্রাউজার্স এবং ফুল হাতা জামা পরাই বাঞ্ছনীয়। এছাড়া বাড়িতে খোলা জায়গায় পচা ফল সবজি পাউরুটি ইত্যাদি রাখা চলবে না। ধুলোবালি রয়েছে এমন জায়গায় বাড়তি সতর্কতা তা নিয়ে যেতে হবে। চিকিৎসককে দেখতে হবে রোগীর স্টেরয়েড মাত্রা। অক্সিজেন নিতে হলে হিউমিডিফায়ারে ব্যবহার করতে হবে পরিস্রুত জল।
advertisement