দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে ৷ সেইসঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও ৷ এই কঠিন সময় কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে পাশে দাঁড়িয়েছেন দেশের চলচ্চিত্র ও ক্রীড়া জগতের বহু তারকারা ৷ এবার এই কাজে এগিয়ে এল ভারতীয় ক্রিকেট বোর্ডও ৷ বিসিসিআইয়ের পক্ষ থেকে শনিবার একটি বিবৃতিতে জানানো হয়, বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ দেশের সব রাজ্যের ক্রিকেট বোর্ডগুলির সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ কোভিড-১৯ মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সরকারকে সাহায্য করতেই বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত ৷
advertisement
Location :
First Published :
March 28, 2020 10:03 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
COVID-19: করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ কোটি টাকা অনুদানের ঘোষণা BCCI-র