জানা গিয়েছে, মহারাষ্ট্রের কোলহাপুরের একটি সেলুনের মালিক এই কাণ্ড ঘটিয়েছেন৷ সেলুন মালিক রামভাউ সঙ্কপাল তিন মাস পরে দোকান খোলায় এতটাই খুশি যে গ্রাহককে ভগবান রূপে মনে করে সোনার কাঁচি দিয়ে চুল কাটার সিদ্ধান্ত নেন৷ রামভাউয়ের কথায়, তিন মাস ধরে উপার্জন পুরোপুরি বন্ধ ছিল৷ এবার লকডাউন ওঠায় পরিস্থিতি ধীরে ধীরে হলেও স্বাভাবিক হবে এই আশাতেই সোনার কাঁচি দিয়ে চুল কাটার সিদ্ধান্ত নেন তিনি৷
advertisement
সংবাদসংস্থা পিটিআই-কে রামভাউ বলেন, সেলুন বন্ধ থাকায় গত তিন মাসে তাঁর মতো অনেকেই আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন৷ সেই দুঃসময় শেষ হয়ে নতুন করে সেলুন খোলার মুহূর্তটিকেই তিনি স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন৷ নিজের সঞ্চিত অর্থ থেকেই তিনি দশ ভরি সোনা দিয়ে এই কাঁচি তৈরি করেছেন বলে দাবি করেছেন রামভাউ৷
advertisement
Location :
First Published :
June 30, 2020 4:17 PM IST