TRENDING:

করোনার ভ্যাকসিন চিন তৈরি করলে তা প্রথমেই পাবে বাংলাদেশ

Last Updated:

করোনার ভ্যাকসিন তৈরি করলে তা বাংলাদেশকেই সবার আগে দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করল চিন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা: লাদাখে ভারত-চিন সীমান্তে দু’দেশের সেনার সংঘর্ষে শহিদ হয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান ৷ তারপর থেকেই গোটা ভারত জুড়েই চিনা পণ্য বর্জনের ডাক উঠেছে ৷ চিনাদের নিয়ে ক্ষোভে ফুঁসছেন ভারতীয়রা ৷ পাকিস্তানের সঙ্গে ভারতের শত্রুতা চিরকালেরই ৷  নেপালের সঙ্গেও জমি বিবাদ চলছে ৷ এই অবস্থায় ভারতের প্রতিবেশী ‘বন্ধু’ দেশ বাংলাদেশকে কাছে পেতে সবরকম চেষ্টা শুরু করে দিয়েছে চিন ৷
advertisement

এবার করোনার ভ্যাকসিন তৈরি করলেও তা বাংলাদেশকেই সবার আগে দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করল চিন ৷ করোনা প্রতিরোধের জন্য কোনও সফলভাব ভ্যাকসিন তৈরি করতে পারলেই বাংলাদেশকে সে ব্যাপারে অগ্রাধিকার দেবে চিন ৷ গতকাল, রবিবার ঢাকায় চিনের দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন Hualong Yan  এই কথা জানান UNB-কে ৷

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আমাদের বন্ধু এবং এক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই অগ্রাধিকার পাবে।’ এছাড়া, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ও চিন কাজ করছে বলেও জানান তিনি। করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির জন্য চিনের মোট ৫টি সংস্থা কাজ করছে। বাংলাদেশকে ভ্যাকসিনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়াকে চিনের সঙ্গে কূটনীতির ফসল বলেও মনে করছেন তিনি। করোনা সংক্রমণ মোকাবিলায় শুরু থেকেই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে চিন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এর আগে গত ২০ মে করোনা পরিস্থিতি নিয়ে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং টেলিফোনে কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। করোনা মোকাবিলায় বাংলাদেশকে সবরকম সাহায্যের আশ্বাস দেন জিনপিং ৷

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনার ভ্যাকসিন চিন তৈরি করলে তা প্রথমেই পাবে বাংলাদেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল