TRENDING:

ভারত থেকে আরও ৪ কোটি ভ্যাকসিন আনতে চায় বাংলাদেশ, জানালেন দেশের স্বাস্থ্য সচিব

Last Updated:

৩ কোটি ডোজ ক্রয় চুক্তির আওতায় এরই মধ্যে ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা: সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়ার কাছ থেকে আরও চার কোটি ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কেনার প্রস্তাব দিল বাংলাদেশ। বৃহস্পতিবার স্বাস্থ্য সচিব আবদুল মান্নান ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।
advertisement

৩ কোটি ডোজ ক্রয় চুক্তির আওতায় এরই মধ্যে ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। ভারত সরকারের উপহার হিসেবে সেরামের কাছ থেকে ২০ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ড নামে উৎপাদন করছে সেরাম।

স্বাস্থ্য সচিব আবদুল মান্নান বলেন, ‘আলোচনা চলছে। দেখা যাক কী হয়’।

এই বিষয়ে সেরামের মন্তব্য জানতে চাইলে সাড়া পাওয়া যায়নি।

advertisement

স্বাস্থ্য সচিব জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমর্থিত জোট কোভ্যাক্স উদ্যোগের কাছ থেকে ৬ কোটি ৮০ লাখ ডোজ ভ্যাকসিন পাওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। জুন মাসে প্রথম চালানে ১ কোটি ডোজ পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের একমাত্র পরিবেশক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আবদুল মান্নান জানান, ভবিষ্যতে ভ্যাকসিন কেনার বিষয়টি কাদের হাতে থাকবে সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা জানান, অতিরিক্ত ডোজের কোনও অর্ডার তাঁদের দেওয়া হয়নি। এখন পর্যন্ত তাঁদের কাছে ৩ কোটি ডোজ কেনার অর্ডার রয়েছে। অতিরিক্ত ভ্যাকসিন কেনার বিষয়টি সরকার কি সিদ্ধান্ত নেবে তাঁর উপর নির্ভর করছে।

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
ভারত থেকে আরও ৪ কোটি ভ্যাকসিন আনতে চায় বাংলাদেশ, জানালেন দেশের স্বাস্থ্য সচিব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল