রবিবারই অসম সরকারের পক্ষ থেকে জানানো হয়, ইতিমধ্যেই ভোপালে শুয়োরের রক্তের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট পর্যবেক্ষণ করেই জানানো হবে আবার কবে খুলবে মাংসের দোকান।
এখনও পর্যন্ত মোট ১৯৭৪টি শুয়োর মারা গিয়েছে আসামে। মূলত ডিব্রুগড়, শিবসাগর, লক্ষ্মীপুর, বিশ্বনাথ, জোরহাট, ধিমাজি জেলা থেকেই খবর এসেছে ১১২৪টি শুয়োর মৃত্যুর খবর। এমনিতেই করোনার আতঙ্ক রয়েছে। তার মধ্যে বাড়তি ঝুঁকি নিতে চায় না অসম সরকার। এই কারণেই এই সিদ্ধান্ত।
advertisement
Location :
First Published :
April 25, 2020 5:22 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
ঝড়ের বেগে শুয়োরের মৃত্যু, করোনার মধ্যেই এবার সোয়াইন ফ্লু সংক্রমণের ভয় অসমে
