এ দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, করোনা ভাইরাস সংক্রমণ রুখতে এবছর হোলির উৎসবে সামিল না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷ বিশেষজ্ঞরা যেহেতু একই জায়গায় বেশি মানুষকে জড়ো না হওয়ার পরামর্শ দিচ্ছেন, সেকথা মাথায় রেখেই হোলি না খেলার কথা জানান প্রধানমন্ত্রী৷ কিছুক্ষণের মধ্যেই একই সিদ্ধান্তের কথা জানান অমিত শাহ- জে পি নাড্ডারা৷
advertisement
কেজরিওয়াল অবশ্য করোনা আতঙ্কের সঙ্গে দিল্লির হিংসার বিষয়টিও হোলি না খেলার কারণ হিসেবে তুলে ধরেছেন৷ এ দিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'আমিও এ বছর হোলি না খেলার সিদ্ধান্ত নিয়েছি৷ করোনা ভাইরাস এর অন্যতম কারণ ঠিকই৷ তাছাড়াও দিল্লির সাম্প্রতিক হিংসায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন৷ মানুষ যন্ত্রণার মধ্যে রয়েছেন৷ তাই আমি বা আমার কোনও মন্ত্রী এ বছর হোলি খেলব না৷'
মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন কেজরিওয়াল৷ আলোচনা ইতিবাচক হয়েছে বলেই দাবি করেন তিনি৷ সেখানেও করোনা ভাইরাসের পাশাপাশি দিল্লি হিংসার প্রসঙ্গ উঠেছিল বলে বৈঠকের শেষে দাবি করেন কেজরিওয়াল৷