তারা আরও জানিয়েছেন. ‘‘CONMEBOL খতিয়ে দেখছে যারা আর্জেন্টিনার সঙ্গে যুগ্ম আয়োজক হিসেবে কোপা আয়োজনের জন্য আবেদন করেছে৷ ’’
আসলে কোপা আমেরিকা নির্ধারিত সূচি অনুযায়ি ২০২০ তে আয়োজন হওয়ার কথা ছিল৷ তবে করোনা ভাইরাস অতিমারির (coronavirus pandemic) কারণে তা ১২ মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়৷
এবার এই টুর্নামেন্টে কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে সোমবার বৈঠকে বসবেন আধিকারিকরা৷ শুক্রবার একটি ভোটিং হয়েছিল, যেখানে বেশি সংখ্যক আর্জেন্তিনীয়রা করোনা পরিস্থিতিতে দেশে টুর্নামেন্ট আয়োজন করার বিপক্ষে মত দিয়েছেন৷
advertisement
নির্ধারিত সূচি মেনে কোপা আমেরিকা আর ২ সপ্তাহ বাদে শুরু হওয়ার কথা ছিল৷ প্রতি দিনের সংক্রমণে রেকর্ড বৃদ্ধির ফলে এই মুহূর্তে আর্জেন্টিনায় ৯ দিনের লকডাউন চলছে৷
আর্জেন্তাইন প্রশাসন আশা করছে যে লকডাউন ২২ মে শুরু হয়েছে তার দৌলতে করোন সংক্রমণের কার্ভ ফ্ল্যাট হয়ে যাবে কোপা আমেরিকার আগেই৷
আর্জেন্টিনা কড়া নিয়মবিধি পালনের আশ্বাস দিয়েছিল CONMEBOL কে যার জন্য অতিরিক্ত স্টেডিয়াম টুর্নামেন্টের জন্য প্রস্তুত রাখতে হয়েছিল৷
CONMEBOL মে মাসের ২০ তারিখে কলম্বিয়ার আবেদন খারিজ করে দেয়৷ নির্ধারিত সূচি অনুযায়ি ১৩ জুন থেকে ১০ জুলাই অবধি লাতিন আমেরিকা সেরার এই টুর্নামেন্ট আয়োজন হওয়ার কথা৷ কিন্তু কোভিড ১৯ ( Covid-19 ) কেসে অত্যন্ত বৃদ্ধির জন্য কলম্বিয়াতে সামাজিক অস্থিরতা তৈরি হয়েছে , চলছে প্রতিবাদ আন্দোলনও৷
কলম্বিয়া আয়োজকের তালিকা থেকে বাদ দেওয়ার পর একমাত্র আয়োজক দাঁড়ায় আর্জেন্টিনা৷ তবে সাম্প্রতিক পোলে আর্জেন্টাইনদের পক্ষ থেকে ৭০ শতাংশ মানুষ দেশে কোপা আয়োজন হোক চাইছেন না৷ মাত্র ২০ শতাংশ মানুষ চাইছেন আর্জেন্টিনায় আয়োজন হোক ,আর ১০ শতাংশ মানুষ কিছু মন্তব্য করেননি৷