মদের দোকান বন্ধ করার এই নির্দেশিকা শনিবারই জারি করা হয়েছে৷ গোটা দেশে যখন রাজকোষ ভরাতে এক রকম বাধ্য হয়েই মদের দোকান খোলার অনুমতি দিয়েছে সরকার, সেখানে অন্ধ্র সরকারের মদের দোকান কমানোর এই সিদ্ধান্ত নিঃসন্দেহে তাৎপর্য্যপূর্ণ৷
ক্ষমতায় আসার পর থেকেই ওয়াই এস জগনমোহন রেড্ডি সরকার মদ বিক্রির দায়িত্ব বেসরকারি ক্ষেত্র থেকে সরকারের হাতে নিয়ে নিয়েছেন৷ একধাক্কায় মদের দোকানের সংখ্যাও ৩৩ শতাংশ কমিয়ে দেওয়া হয়৷ ৪৩৮০ থেকে কমিয়ে মদের দোকানের সংখ্যা ২৯৩৪ করে দেওয়া হয়৷ পানশালার সংখ্যাও ৪০ শতাংশ কমিয়ে দিয়েছে অন্ধ্র সরকার৷
advertisement
অন্ধ্রপ্রদেশে পুরো মদ বিক্রির প্রক্রিয়াটাই সরকার নিয়ন্ত্রিত করে৷ সরকারি দোকান থেকেই কেবলমাত্র মদ বিক্রি করা হয়৷ প্রসঙ্গত নির্বাচনে জিতে আসার আগে জগনমোহন রেড্ডি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে অন্ধ্রে মদ বিক্রি এবং মদ্যপান নিষিদ্ধ করা হবে৷
লকডাউনের মধ্যে মদের দোকান খোলার পর প্রথমে মদের দাম ২৫ শতাংশ বাড়ায় অন্ধ্রপ্রদেশ সরকার৷ তার পরের দিনই আরও ৫০ শতাংশ দাম বাড়ানো হয়৷ রাজস্ব আদায় বিভাগের বিশেষ মুখ্য সচিব রজত ভার্গভ জানিয়েছেন, রাজ্যে মদ্যপান কমানো এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষিত রাখতেই মদের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করা হয়েছে৷
সরকারি তথ্য অনুযায়ী ২০১৯- এর অক্টোবর থেকে ২০২০ সালের মার্চ মাস পর্যন্ত রাজ্যে মদের বিক্রি ২৪ শতাংশ কমেছে৷ ওই একই সময়ে বিয়ারের বিক্রি ৫৫ শতাংশ কমে গিয়েছে৷