বর্তমানে তথ্যেপ্রযুক্তির দ্বারা মানুষ ফিরে পাচ্ছে প্রাণ । ঠিক তেমনি এক জীবনদায়ী অপারেশন হল মডিফায়েড রেডিক্যাল ম্যাস্টেকটমি উইথ প্রাইমারি ব্রেস্ট রিকন্সট্রাকশন (Modified Radical Masectomy with Primary Breast Reconstruction)। অর্থাৎ এই অপারেশনে রোগীর যে স্তনে ক্যান্সার আছে সেই স্তন এবং তৎসহ বাহুমূলের লসিকাগ্রন্থিগুলি বাদ দিয়ে পুণরায় নতুনভাবে পিঠ বা পেটের চামড়া ও মাংসপেশীর সাহায্যে রোগীর কেটে বাদ দেওয়া স্তনটিকে প্লাস্টিক সার্জারীর মাধ্যমে গঠন করা হয়। যে সমস্ত রোগী কম বয়সে স্তন ক্যান্সারে আক্রান্ত হন, স্তন কেটে বাদ দেবার পরে তাদের অনেকেই স্বাভাবিক নারীসুলভ অঙ্গটি না থাকার কারণে মানসিক অবসাদে ভোগেন। এই অপারেশনে যেহেতু স্তনের আকৃতি পুনরায় গঠন করা হয় তাই রোগী নিজের আত্মবিশ্বাস ফিরে পান এবং মানসিক সমস্যা কম হয়। এছাড়াও অপারেশনের পর রোগীকে দ্রুত রেডিয়োথেরাপি (Radiotherapy) দেওয়া যায়। পেট বা পিঠের যেখান থেকে মাংস নেওয়া হয় সেখানে সাধারণত কোনও সমস্যা হয় না। অপারেশনের দাগ ঢাকা থাকে, ফলে বাইরে থেকে কিছু বোঝা যায় না।
advertisement
যেখানে ক্যান্সারের চিকিৎসার জন্য বীরভূম থেকে বর্ধমান বা কলকাতা পাড়ি দিতে হয় সেখানে এই মফশ্বল শহর সিউড়ীতে এই পরিষেবা দিচ্ছেন ক্যান্সার বিশেষজ্ঞ অভিদীপ দে। সিউড়ীর মর্ডান ডায়াগনস্টিক এন্ড নর্সিং হোমে ৩৮ বছর বয়সি এই রোগীনির ২২/৫/২০২১তারিখে অস্ত্রোপচার করেন সার্জেন ডাঃ অভিডিপ দে এবং ডাঃ মনোরঞ্জন সৌ ও তাঁকে ছুটি দেওয়া হয়৷ বর্তমানে সম্পূর্ণ সুস্থ ওই রোগী।
