TRENDING:

জনতা কার্ফুতে রাস্তায় মিলল না বেসরকারি বাস   

Last Updated:

কলকাতার পাশাপাশি সোনারপুর-বারুইপুর, বারাকপুর, হুগলি ও হাওড়ার একটা বড় অংশে স্ট্যান্ড বা গ্যারাজ থেকে বাস বার করলেন না চালক ও কন্ডাক্টররা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  আশঙ্কা সত্যি হল। জনতা কার্ফুতে রাস্তায় চাকা গড়াল না বেসরকারি বাসের। হাওড়া স্টেশন, এসপ্ল্যানেড, কসবা, সল্টলেক কোথাও দেখা মিলল না বেসরকারি বাসের। এমনকী, কলকাতার পাশাপাশি সোনারপুর-বারুইপুর, বারাকপুর, হুগলি ও হাওড়ার একটা বড় অংশে স্ট্যান্ড বা গ্যারাজ থেকে বাস বার করলেন না চালক ও কন্ডাক্টররা।
advertisement

দুরপাল্লার রুটে যে সমস্ত বেসরকারি বাস চলে তাদের শ্রমিকরা সকাল থেকে বাস পরিষ্কার করলেন। আগামী দিনেও তারা বাস বার করবেন কি না তা নিয়ে সংশয় থেকে গেল। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দোপাধ্যায়ের দাবি, শহর ও শহরতলিতে রবিবার প্রায় ৩ হাজার বাস মিনিবাস চলে। কিন্তু আজ, রবিবার জনতা কার্ফুর দিন অবশ্য সংখ্যা কমে দাঁড়ালো প্রায় শূন্য।

advertisement

তপনবাবু জানাচ্ছেন, আমরা কাউকে জোর করিনি। আমাদের ড্রাইভার ও কন্ডাক্টর সিদ্ধান্ত নিয়েছেন তারা রাস্তায় বাস নামাবেন না। ওরা রাস্তায় বাস নামাতে চাইছিলেন না। ফলে শহরের রাস্তায় জনতা কার্ফুর দিন বেসরকারি বাস চলতে দেখা গেল না। অন্যদিকে দুরপাল্লার যে সমস্ত বেসরকারি বাস চলে, সেগুলিও চলল না রবিবার জনতা কার্ফুতে। বাস সংগঠনের তরফে রাহুল চট্টোপাধ্যায় জানিয়েছেন, গত কয়েকদিন ধরে বাসে তো যাত্রী হচ্ছিল না। রবিবার দিঘা বা মুকুটমণিপুর এমনকী, পুরুলিয়া যাওয়ার ভিড়ও থাকে।

advertisement

যদিও এই দুরত্বে বাস চালিয়ে তাতে তেলের খরচ তোলা সম্ভব হচ্ছিল না। অন্যদিকে চালক ও কন্ডাক্টর তারা বাস চালাতে আজ সাহস পাচ্ছেন না । তাই আমরা বাস রাস্তায় নামাইনি। তবে বাস সংগঠনের নেতাদের বক্তব্য, একটা দিন যদি স্পর্শ থেকে দুরে থাকা যায় তাহলে ভালো। এর সাথে রাজনীতির কোনও সম্পর্ক নেই। শ্রমিকদের স্বাস্থ্য আগে। তাই আমরা বাস চালাব না। তবে আগামিকাল থেকে বাস চলবে কিনা সেই বিষয়ে নিশ্চিত নন সংগঠনের নেতা থেকে ড্রাইভার বা কন্ডাক্টর কেউই। রবিবার  কলকাতায় ১০০০ ট্যাক্সি চলবে এমনটাই জানিয়েছিল ট্যাক্সি সংগঠন। যদিও দেখা গেল ট্যাক্সি রয়েছে শহরে ৩০০-র কাছাকাছি। ফলে ভরসা ছিল অ্যাপ ক্যাব। সেটিও রাস্তায় নেই বললেই চলে। আর যে কটি চলেছে তাতে টাকা লেগেছে বেশি। ফলে জনতা কার্ফুতে জনতার জন্য মিলল না কিছুই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

Abir Ghoshal

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
জনতা কার্ফুতে রাস্তায় মিলল না বেসরকারি বাস   
Open in App
হোম
খবর
ফটো
লোকাল