রাজপুর সোনারপুর পুরসভার অবস্থানগত কারণে অসংখ্য মানুষ প্রতিদিন কলকাতায় আসেন। সাইকেল বা বাইক নিয়ে খুব সহজেই কলকাতায় ঢুকে পড়া যায়। আবার অনেকেই পায়ে হেঁটেও তাদের গন্তব্যে পৌঁছে যেতে পারেন সহজেই। ব্যবসায়ীদের একটা বড় অংশ তিনদিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন এই বিষয়টা ধরেই। রাজপুর বাজারের ব্যবসায়ী দেবাশীষ দাঁর বক্তব্য, 'বাজার বন্ধ থাকবে ভালো কথা। কিন্তু যারা কলকাতায় যাবেন তারা যদি করোনা নিয়ে ফিরে আসেন তাহলে সেটা পুরসভা কিভাবে আটকাবে।' রাজপুর বাজারে বাজার করতে আসা সৌমেন ঘোষ বলেন, 'তিন দিন বাজার বন্ধ রেখে কিছু হবে না। প্রয়োজন সম্পূর্ণ লক ডাউন।'
advertisement
বাজার কমিটির সদস্য গোপাল দাসের বক্তব্য, 'প্রশাসন থেকে সিদ্ধান্ত নিয়ে জানানো হয়েছে। ফলে আমাদের কিছু করার নেই।'যদিও পুর প্রশাসক পল্লব কুমার দসের দাবি, পুরসভার 35 টি ওয়ার্ডের সব বাজার কমিটি, ব্যবসায়ী সমিতি সহ প্রশাসনের সংশ্লিষ্ট সর্বস্তরের কর্তাদের উপস্থিতিতেই বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, 'আমরা লক্ষ্য করে দেখেছি বাজারে দোকানে সবচেয়ে বেশি ভিড় হয়। চাইলেই মানুষের পুরসভার বাইরে যাওয়া আটকানো সম্ভব নয়। কিন্তু বাজার দোকান বন্ধ থাকলে পুরসভার মধ্যে মানুষের বাড়ি থেকে বেরোনোর সুযোগ অনেক কমে যায়। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' তবে দরকার হলে তিন দিনের বাজার বন্ধের মত জুলাই মাসে আবার নেওয়া হতে পারে বলে জানিয়েছেন পুরসভার প্রশাসক।