TRENDING:

Coronavirus| স্বস্তি! বর্ধমান মেডিক্যাল কলেজে ৫ ডাক্তারেরই করোনা নেগেটিভ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: করোনা ভাইরাসের মহামারীর আবহে স্বস্তি বর্ধমান মেডিক্যাল কলেজে৷ ৫ ডাক্তার, একজন নার্স ও দুজন স্বাস্থ্যকর্মীর করোনা ভাইরাস নেগেটিভ এসেছে৷ আজ অর্থাত্‍ বৃহস্পতিবার রিপোর্ট এসেছে৷
advertisement

করোনা নেগেটিভ এক ক্যান্টিন কর্মীরও৷ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এক ডাক্তারের পরিবার করোনা আক্রান্ত৷ করোনায় আক্রান্ত হন ওই ডাক্তারও৷ ফলে ওই চিকিত্‍সকের সংস্পর্শে আসা আরও ৯ জনের করোনা টেস্ট হয়৷ এ দিন সেই রিপোর্ট এসেছে৷

জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, বর্ধমান মেডিকেল একটি ইউনিট তৈরি করা হচ্ছে যেখানে করোনার পরীক্ষা করা হবে। দুএকদিনের মধ্যেই আইসিএমআর কর্তৃপক্ষ করোনা পরীক্ষার পরিকাঠামো খতিয়ে দেখবেন। তাদের পরিদর্শনের পর এ ব্যাপারে চূড়ান্ত ছাড়পত্র মিলবে বলে আশা করা হচ্ছে।

advertisement

পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী জানান, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রিয়েল টাইম আর টি পি সি আর মেশিন ছিল না। ওই মেশিন ছাড়া করোনা পরীক্ষা করা যাবে না। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগে ওই মেশিন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমতি নিয়ে ওই মেশিন জুলজি ডিপার্টমেন্ট থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এছাড়াও করোনা পরীক্ষার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই জেলার হাতে ২০০টি কিটও এসে পৌঁছেছে। তবে পরবর্তী সময়ে আরও কিট আসবে।

advertisement

এতদিন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের নমুনা সংগ্রহ করে তা কলকাতায় পাঠানো হচ্ছিল। সেখান থেকে রিপোর্ট আসার জন্য অপেক্ষা করতে হচ্ছিল। বর্ধমান মেডিকেল পরীক্ষা শুরু করা গেলে অনেক দ্রুত পরীক্ষার রিপোর্ট মিলবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus| স্বস্তি! বর্ধমান মেডিক্যাল কলেজে ৫ ডাক্তারেরই করোনা নেগেটিভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল