ক্রিকইনফোর খবর অনুযাযি প্রসিদ্ধ কৃষ্ণা যিনি ৮ মে পজিটিভ হয়েছিলেন৷ তিনিও নেগেটিভ হয়ে গেছেন৷ সাহা ও কৃষ্ণা ওই তিন ক্রিকেটারের মধ্যে রয়েছেন যাঁদের ফিটনেসের ওপর তাঁদের ইংল্যান্ড যাওয়া নির্ভর করছে৷ তিনি এছাড়া তৃতীয় ক্রিকেটার হলেন কেএল রাহুল৷ যিনি ফিট হয়ে গেছেন৷ ইংল্যান্ড যাঁরা যাবেন তাঁরা মুম্বইতে কোয়ারেন্টাইন থাকবেন৷
বুধবার সকলে মুম্বইতে একত্রিত হওয়ার কথা ইংল্যান্ডগামী ক্রিকেটারদের৷ সাহাকে বিসিসিআই অনুমতি দিয়েছে যাতে তিনি বাড়ির লোকের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে দলের সঙ্গে যোগ দিতে পারেন৷
advertisement
অমিত মিশ্র নিজেও সেরে ওঠার খবর দিয়েছেন৷ ঋদ্ধিমান সাহা ও অমিত মিশ্র ট্যুইট করে নিজেদের সুস্থতার খবর দিয়েছেন৷ মিশ্র দিল্লি ক্যাপিটাল্সের লেগ স্পিনার৷ তিনি নিজের স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ দিয়েছেন৷
আইপিএলের বর্তমান মরশুমে ২৯ টি ম্যাচ হওয়ার পর তা স্থগিত রাখা হয়েছে৷ মোট ৬০ টি ম্যাচের ২৯ টি খেলা হয়েছে৷ বাকি রয়েছে ৩১ টি ম্যাচ৷ আইপিএলে না হলে বোর্ডের ২৫০০ কোটি টাকার ক্ষতি হবে৷ বোর্ড সভাপতি সৌরভ এই কথা আগে জানিয়েছেন৷
কেএল রাহুল পুরো ফিট হয়ে গেছেন৷ মঙ্গলবার বেঙ্গালুরু থেকে মুম্বইতে পৌঁছেছেন৷ বলার বিষয় আইপিএল ২০২১ এ কেএল রাহুলের অ্যাপেনডিক্স অপারেশন হয়েছিল৷ এরপর তিনি বিশ্রাম ও রিহ্যাবে থাকেন৷ বুধবার গাড়িতে বেঙ্গালুরু থেকে মুম্বই পৌঁচ্ছেন তিনি৷
