TRENDING:

স্পেন, নিউজিল্যান্ডের মতো আরও ১২টি দেশে আটকে থাকা ভারতীয়দের ফেরানোর ঘোষণা

Last Updated:

বন্দে ভারত মিশনের প্রথম পর্যায়ের কাজ শেষ করে দ্বিতীয় পর্যায়ের কর্মকাণ্ড শুরু হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বন্দে ভারত মিশনে এ বার যুক্ত হল নতু্ন দেশ। দ্বিতীয় পর্যায়েই ওই সব দেশ থেকে আটকে থাকা ভারতীয়দের ফেরত আনা হবে। এর মধ্যে রয়েছে ফিনল্যান্ড, দক্ষিণ কোরিয়া, বেলজিয়াম, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, কেনিয়া, মরিশাস, স্পেন, মায়ানমার, মলদ্বীপ, মিশর এবং শ্রীলঙ্কা।
advertisement

প্রসঙ্গত, বন্দে ভারত মিশনের প্রথম পর্যায়ের কাজ শেষ করে দ্বিতীয় পর্যায়ের কর্মকাণ্ড শুরু হয়েছে। প্রথম ধাপে বিশ্বের ১২টি দেশে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়েছে বিদেশমন্ত্রক। প্রথম সাত দিনে যাঁদের ফেরানো হয়েছে, তাঁদের সিংহভাগই কেরল, তামিলনাড়ু এবং দিল্লির বাসিন্দা। এই তিন রাজ্যে মোট ৩৭টি ফ্লাইট ঢুকেছিল। দ্বিতীয় ধাপে প্রাথমিক ভাবে ঠিক ছিল ১৪৯ টি ফ্লাইট আসবে। এখন সেই সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। তারই অংশ হিসেবে সোমবার কলকাতা ফেরেন ঢাকায় আটকে থাকা ১৬৯ জন।

advertisement

যদিও এখনও বহু মানুষ বিদেশে আটকে রয়েছেন।  সে কারণেই নতুন দেশ যুক্ত হচ্ছে তালিকায়। এর আগে বন্দে ভারত মিশনের তালিকায় যুক্ত হয়েছে কলকাতা বিমানবন্দরও। সোমবার কলকাতা থেকে ৩৩ জন যাত্রী ঢাকায় গিয়েছেন। অন্য দিকে ১৬৯ যাত্রী সোমবারই ঢাকা থেকে কলকাতায় এসেছেন। তাঁদের সবাইকেই নিয়ম মেনে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

advertisement

সোমবার বন্দে ভারত মিশনের অধীনে মোট ১২০৫ জন দেশে ফিরেছেন। এরমধ্যে ১৮২ জন ম্যাসকট থেকে হায়দরাবাদ এবং মুম্বই, ১৭৮ জন দুবাই থেকে ম্যাঙ্গালোর, ১৭৫ জন আবুধাবি থেকে কোচি, ১৮৩ জন দোহা থেকে কোঝিকোড়, ১৬৯ জন ঢাকা থেকে কলকাতা এবং ৩১৮ জন লন্ডন থেকে দিল্লি, বারাণসী এবং গয়ায় ফিরেছেন।

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের এক কর্তা বলেন, "হাজার হাজার ভারতীয় বিদেশে আটকে রয়েছেন। তাঁদের সবাই দ্রুত ফিরতে চাইছেন। আমরাও চেষ্টা চালাচ্ছি, যত দ্রুত সম্ভব তাঁদের ফিরিয়ে আনা যায়।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Shalini Datta

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
স্পেন, নিউজিল্যান্ডের মতো আরও ১২টি দেশে আটকে থাকা ভারতীয়দের ফেরানোর ঘোষণা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল