TRENDING:

১৫ মার্চ স্থগিত ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি। মমতার আবেদনে সাড়া ফেডারেশনের

Last Updated:

মোহনবাগান নির্ধারিত দিন অর্থাৎ ১৫ মার্চ দর্শকশূন্য যুবভারতীতে ডার্বি খেলার ইচ্ছা প্রকাশ করলেও মেগা ইভেন্ট দর্শকশূন্য গ্যালারিতে খেলতে রাজি ছিল না ইস্টবেঙ্গল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: টানাপোড়েন। টানটান স্নায়ুযুদ্ধ। অবশেষে চলতে থাকা ইস্ট-মোহনের লড়াইয়ে পর্দা পড়ল গভীর রাতে।  ১৫ মার্চ যুবভারতীতে আই লিগের ফিরতি ডার্বি স্থগিত রাখার সিদ্ধান্ত নিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ইঙ্গিতটা অবশ্য মিলেছিল শুক্রবার বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে। সেই বৈঠকেই ৩১ মার্চ পর্যন্ত কলকাতা সহ রাজ্যে বড় আসরের খেলাধুলা বন্ধ রাখার আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement

করোনা আতঙ্কে ক্রীড়া মন্ত্রকের নির্দেশিকার পরিপ্রেক্ষিতেই রাজ্যের বিভিন্ন ক্রীড়া শাখাগুলোকে নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোহনবাগান নির্ধারিত দিন অর্থাৎ ১৫ মার্চ দর্শকশূন্য যুবভারতীতে ডার্বি খেলার ইচ্ছা প্রকাশ করলেও মেগা ইভেন্ট দর্শকশূন্য গ্যালারিতে খেলতে রাজি ছিল না ইস্টবেঙ্গল। মাঠের মতো করেই মাঠের বাইরেও প্রবল হচ্ছিল ইস্ট-মোহনের কথার লড়াই। তর্ক পাল্টা তর্ক। বেগতিক দেখে বিষয়টিতে হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এআইএফএফ সভাপতি প্রফুল প্যাটেলের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

advertisement

প্রাথমিকভাবে ফেডারেশন দর্শকশূন্য স্টেডিয়ামে ম‍্যাচ আয়োজন করে নির্ধারিত দিনের মধ্যেই আই লিগ শেষ করার পক্ষে সওয়াল করে। পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর যুক্তির কাছে একরকম হার স্বীকার করে আবেদন মেনে নেয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। রাতের দিকে ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই ক্লাবকে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়  যে ১৫ মার্চ যুবভারতীতে আই লিগের ফিরতি ডার্বি আয়োজন করা সম্ভব হচ্ছে না। ৩০ মার্চের পর পর পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়। আই লিগের ফিরতি ডার্বির দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে তখনই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

PARADIP GHOSH

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
১৫ মার্চ স্থগিত ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি। মমতার আবেদনে সাড়া ফেডারেশনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল