করোনা আতঙ্কে ক্রীড়া মন্ত্রকের নির্দেশিকার পরিপ্রেক্ষিতেই রাজ্যের বিভিন্ন ক্রীড়া শাখাগুলোকে নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোহনবাগান নির্ধারিত দিন অর্থাৎ ১৫ মার্চ দর্শকশূন্য যুবভারতীতে ডার্বি খেলার ইচ্ছা প্রকাশ করলেও মেগা ইভেন্ট দর্শকশূন্য গ্যালারিতে খেলতে রাজি ছিল না ইস্টবেঙ্গল। মাঠের মতো করেই মাঠের বাইরেও প্রবল হচ্ছিল ইস্ট-মোহনের কথার লড়াই। তর্ক পাল্টা তর্ক। বেগতিক দেখে বিষয়টিতে হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এআইএফএফ সভাপতি প্রফুল প্যাটেলের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
প্রাথমিকভাবে ফেডারেশন দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করে নির্ধারিত দিনের মধ্যেই আই লিগ শেষ করার পক্ষে সওয়াল করে। পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর যুক্তির কাছে একরকম হার স্বীকার করে আবেদন মেনে নেয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। রাতের দিকে ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই ক্লাবকে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয় যে ১৫ মার্চ যুবভারতীতে আই লিগের ফিরতি ডার্বি আয়োজন করা সম্ভব হচ্ছে না। ৩০ মার্চের পর পর পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়। আই লিগের ফিরতি ডার্বির দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে তখনই।
PARADIP GHOSH