শ্রমিক স্পেশাল ট্রেনগুলির অধিকাংশই মালদহের যাত্রী। তবে, মালদহ ছাড়াও উত্তর ও দক্ষিনবঙ্গের বাসিন্দা শ্রমিকদের সংখ্যাও নেহাত কম নয় । মালদহ স্টেশন চত্বর থেকে পরিযায়ীদের নিয়ে একের পর এক বাস যাচ্ছে রাজ্যের অন্যান্য জেলাগুলির গন্তব্যে । মালদহে ভিন রাজ্য ফেরত জেলার শ্রমিকদের নাম নথিভুক্ত করে সরকারি বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টার গুলিতে পাঠানো হচ্ছে । জেলাশাসক রাজর্ষি মিত্র জানিয়েছেন, সোমবার দুপুর পর্যন্ত জেলায় ফিরেছে প্রায় দশ হাজার মানুষ ভিন রাজ্য থেকে ফেরত এসেছেন ।
advertisement
এদিকে পরিযায়ীরা ফিরতেই মালদহে করোনা সংক্রমণের আশঙ্কাও বেড়েছে । তার মূল কারণ, মালদহে এখনও পর্যন্ত যে ৩৩ জন করোনা আক্রান্ত হয়েছেন তাঁদের প্রত্যেকেই ভিন রাজ্য ফেরত । মালদহ মেডিক্যাল কলেজ সূত্রে খবর, জেলায় এখনও পর্যন্ত আড়াই হাজারেরও বেশী লালারসের নমুনা পরীক্ষা বাকি । এরপর যে বিপুল সংখ্যায় পরিযায়ী ও আটকে থাকা মানুষ ফিরছেন তাতে সকলের নমুনা সংগ্রহ এবং পরীক্ষা অত্যন্ত দুরূহ কাজ । এই অবস্থায় আপাতত যাঁদের করোনার উপসর্গ রয়েছে তাঁদেরই আগে নমুনা সংগ্রেহের ব্যবস্থা করা হচ্ছে । বাকিদের ধাপে ধাপে পরীক্ষা করা হবে ।
Sebak Deb Sarma