TRENDING:

একে একে ফিরছে 'শ্রমিক স্পেশ্যাল' ট্রেন, পরিযায়ীরা ফিরতেই সংক্রমণের আতঙ্কে কাঁটা বাসিন্দারা

Last Updated:

পরিযায়ীরা ফিরতেই মালদহে করোনা সংক্রমণের আশঙ্কাও বেড়েছে । কারন মালদহে এখনও পর্যন্ত যে ৩৩ জন করোনা আক্রান্ত হয়েছেন তাঁদের প্রত্যেকেই ভিন রাজ্য ফেরত ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহঃ ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নিয়ে মালদহে ফিরল 'শ্রমিক স্পেশাল' ট্রেন । আগামী কয়েকদিনের মধ্যে দেশের বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক ও আটকে পড়া মানুষদের নিয়ে ২৪টি ট্রেনের মালদহে পৌঁছানোর কথা । এদিন হায়দরাবাদ এবং বেঙ্গালুরু থেকে দুটি 'শ্রমিক স্পেশ্যাল' এসেছে মালদহে। প্রশাসনিক সূত্রের খবর, এখনও পর্যন্ত রেলপথ ও সড়কপথ মিলিয়ে প্রায় দশ হাজার পরিযায়ী শ্রমিক ফিরেছে মালদহে । এদিকে পরিযায়ী শ্রমিক ফিরতেই বাড়ছে সংক্রমণের আশঙ্কা ।  গত ২৪ ঘন্টায় মালদহে করোনায় আক্রান্ত হয়েছেন ৮জন । এঁদের প্রত্যেকেই ভিন রাজ্য ফেরত । এরইমধ্যে সোমবার থেকে বিভিন্ন রাজ্য থেকে সরাসরি মালদহে ট্রেন এসে পৌঁছয় ।
advertisement

শ্রমিক স্পেশাল ট্রেনগুলির অধিকাংশই মালদহের যাত্রী। তবে, মালদহ ছাড়াও উত্তর ও দক্ষিনবঙ্গের বাসিন্দা শ্রমিকদের সংখ্যাও নেহাত কম নয় । মালদহ স্টেশন চত্বর থেকে পরিযায়ীদের নিয়ে একের পর এক বাস যাচ্ছে রাজ্যের অন্যান্য জেলাগুলির গন্তব্যে । মালদহে ভিন রাজ্য ফেরত জেলার শ্রমিকদের নাম নথিভুক্ত করে সরকারি বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টার গুলিতে পাঠানো হচ্ছে । জেলাশাসক রাজর্ষি মিত্র জানিয়েছেন, সোমবার দুপুর পর্যন্ত জেলায় ফিরেছে প্রায় দশ হাজার মানুষ ভিন রাজ্য থেকে ফেরত এসেছেন ।

advertisement

এদিকে পরিযায়ীরা ফিরতেই মালদহে করোনা সংক্রমণের আশঙ্কাও বেড়েছে । তার মূল কারণ, মালদহে এখনও পর্যন্ত যে ৩৩ জন করোনা আক্রান্ত হয়েছেন তাঁদের  প্রত্যেকেই ভিন রাজ্য ফেরত । মালদহ মেডিক্যাল কলেজ সূত্রে খবর, জেলায় এখনও পর্যন্ত আড়াই হাজারেরও বেশী লালারসের নমুনা পরীক্ষা বাকি । এরপর যে বিপুল সংখ্যায় পরিযায়ী ও আটকে থাকা মানুষ ফিরছেন তাতে সকলের নমুনা সংগ্রহ এবং পরীক্ষা অত্যন্ত দুরূহ কাজ । এই অবস্থায় আপাতত যাঁদের করোনার উপসর্গ রয়েছে তাঁদেরই আগে নমুনা সংগ্রেহের ব্যবস্থা করা হচ্ছে । বাকিদের ধাপে ধাপে পরীক্ষা করা হবে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কামারপুকুর রামকৃষ্ণ মঠে বিরাট কালীপুজো, শ্যামবর্ণা দেবীর দর্শনে ভক্তের ঢল
আরও দেখুন

Sebak Deb Sarma 

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
একে একে ফিরছে 'শ্রমিক স্পেশ্যাল' ট্রেন, পরিযায়ীরা ফিরতেই সংক্রমণের আতঙ্কে কাঁটা বাসিন্দারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল