দক্ষিণের একটি ছবি থেকেই অনুপ্রাণিত হয়ে বলিউডে রেডি ছবিটি প্রস্তুত হয়েছে ৷ গানটিও দক্ষিণের ছবি থেকে অনুপ্রাণিত হয়ে হিন্দিতে নির্মিত হয়েছে ৷ সেই গানটিই নিজের ভাষায় (দক্ষিণী) আনন্দ করে গাইছিলেন এক যুবক ৷ ভিডিওটি ফেসবুকে ঝড় তুলেছে ৷ গোয়ায় সোমবার মদের দোকান খোলা সত্ত্বেও তেমন ভিড় দেখা যায়নি ৷
advertisement
একই সঙ্গে সামাজিক দূরত্বের বিষয়টিতেও জোর দেওয়া হয়েছে ৷ কর্ণাটকের বেশ কিছু এলাকায় লক্ষ্য করা গিয়েছে মদের দোকান খোলাতে বেশ কিছু মানুষ যেন উৎসবে মেতেছেন ৷ এমনকী, মহারাষ্ট্রের মুম্বই ও পুণেতে মদের দোকানের বাইরে উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত ৷ এছাড়াও বেঙ্গালুরুর বেশ কিছু এলাকায় মদের দোকান খুলতেই বড় সংখ্যক মানুষ মদ কিনতে হাজির হয়েছেন ৷
তামিলনাড়ু সরকার ৭ মে থেকে মদের দোকান খোলার কথা ঘোষণা করেছে ৷ গত ২৪ মার্চ থেকে লকডাউনের ফলে মদের দোকান বন্ধ হয়েছিল সারা দেশে ৷
