ডেল্টা ও ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের পর কাপ্পা এসেছে ভারতের বাজারে৷ স্বাস্থ্যমন্ত্রী ডক্টর রঘু শর্মা জানিয়েছেন তাঁদের রাজ্যে কোভিড ১৯ -র নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত ১১ জন রোগী পাওয়া গেছে৷ ডক্টর শর্মা জানিয়েছেন, ১১ রোগীর মধ্যে আলোয়ারে ৪ জন, জয়পুরে ৪ জন, বারমেরে ২ জন, ভিলওয়াড়াতে ১ জন রয়েছেন৷ তিনি আরও জানিয়েছেন দিল্লি ও জয়পুরের ল্যাবরেটরি থেকে এই রিপোর্টগুলি কনফার্ম করা হয়েছে৷ তবে তাঁরা নতুন ভ্যারিয়েন্টের প্রাপ্তিতে যেমন ভীত ঠিক তেমনিই তারা একটু হলেও আশ্বস্ত কারণ ডেল্টা বা ডেল্টা প্লাসের থেকে কম খতরনাক এই কাপ্পা ভ্যারিয়েন্ট ৷
advertisement
মন্ত্রী রঘু শর্মা সাধারণ মানুষের কাছে সমস্ত অনুশাসন মেনে চলার নির্দেশ ফের একবার জারি করেছেন৷ তিনি আমজনতার কাছে আবেদন করেছেন করোনা প্রতিরোধকারী যে প্রকৃত ব্যবহারবিধি রয়েছে অনুশাসনপূর্বক তা মেনে চলা উচিত৷ তিনি জানিয়েছেন এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে৷ আর সার্বিকভাবে রাজ্যে করোনা সংক্রমণ অনেকটাই কম রয়েছে৷ তাঁদের রাজ্যে গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র ২৮ টি নতুন সংক্রমণের ঘটনা সামনে এসেছে৷ এরমধ্যে জয়পুরে ১০ টি, বাঁরাং -এ ১টি, বিকানেরে -১, আলোয়ারে ৬, গঙ্গানগরে ২, নাগৌরে ২, সিকরে ৫, উদয়পুরে ১ ৷ বাকি জেলায় নতুন করে করোনা সংক্রমণের কোনও খবর পাওয়া যায়নি৷ গত ২৪ ঘণ্টায় ৭৬ জন করোনমুক্ত হয়েছেন এই মুহূর্তে গোটা রাজ্যে ৬১৩ জন অ্যাক্টিভ করোনা রোগী রয়েছেন৷
