বাড়িতে সর্বক্ষণ৷ বড়রা হয়ত বুঝতে সক্ষম এই কঠিন সময়ের গুরুত্ব৷ কিন্তু ছোটদের মানাতে সত্যিই খুব সমস্যা৷ সারাদিন করোনার আতঙ্ক, তার মধ্যে টিভি বা ডিজিটাল মাধ্যমে করোনার জুজু৷ মোটেই পছন্দ নয় বাড়ির খুদেদের৷ বাড়িতে মা-বাবাকে পেয়ে তাদের যে খুশির প্রাণ গড়ের মাঠ৷ এই সময়টার সদ্ব্যবহার করলেন সুদীপ্তা৷ মেয়েকে সঙ্গী করে মজাদার কবিতা বললেন তিনি৷ নিজেও আঁকলেন গোঁফ, মেয়ের মুখেও এঁকে দিলেন৷ তারপর শুরু হল কবি অরুণ ভৌমিকের কবিতা৷
advertisement
মা-মেয়ের এই মজার কবিতা উপভোগ করলেন সুদীপ্তার ফেসবুকের বন্ধুরা৷ সকলে প্রশংসা করলেন৷ দিনভর কঠিন করোনার আলোচনার মাঝে এই ভিডিও সকলের মুখে হাসি ফোটালো৷
Location :
First Published :
March 24, 2020 12:42 AM IST