TRENDING:

কৃষ্ণকলি সিরিয়ালের 'নিখিল','অশোক' ফিরলেন করোনা জয়ী হয়ে, তবে দু’জনেই জানালেন...

Last Updated:

কৃষ্ণকলি ধারাবাহিকের এই দুই অভিনেতা করোনা আক্রান্ত হতেই রটে যায় যে গোটা ইউনিটের সকলে করোনা আক্রান্ত৷ খুব স্বাভাবিক অন্যান্য অভিনেতা, যারা সুস্থ রয়েছেন, তাদেরও নানা প্রশ্নের মুখে পড়তে হয়৷ নিয়মিত শ্যুটিং করেছেন তাঁরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: করোনা থেকে সেরে উঠে শ্যুটিং-এ ফ্লোরে কৃষ্ণকলি ধারাবাহিকের নিখিল, অশোক৷ স্বস্তির হাওয়া কৃষ্ণকলি ধারাবাহিকের সেটে৷ লকডাউনের পর করোনাবিধি মেনেই শুরু হয়েছিল জনপ্রিয় এই ধারাবাহিকের শ্যুট৷ তার মধ্যেই তার কাটে নীল ও বিভানের করোনা সংক্রমণ৷ ধারাবাহিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দু’জনে৷ একজন শ্যামার স্বামীর চরিত্রে এবং অন্যজন শ্যামার দেওর যিনি আবার ধারাবাহিকের অন্যতম খলচরিত্রে৷ তবে করোনা লড়াইয়ে দু’জনে জয়ী হয়ে ফিরেছেন শ্যুটিং-এ৷ এবং ফিরেই তাঁরা একটা গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছেন সকলকে৷ করোনা নিয়ে কোনও গুজব না ছড়াতে অনুরোধ করছেন এই দুই অভিনেতা৷
advertisement

করোনা নিয়ে আতঙ্ক রয়েছে সকলের মনে৷ অচেনা এই শত্রুর হাত থেকে বাঁচতে সকলেই লড়াই করে চলেছেন৷ তবে কেউ করোনা আক্রান্ত হলে তাকে সমাজের অচ্ছুত বলে মনে না করে, তার পাশে দাঁড়ানোর কথা বারবারই বলে আসছেন চিকিৎসক থেকে প্রসাশন৷ করোনা রোগী ও তার পরিবারের প্রতি সহানুভূতি দেখানোই কর্তব্য সকলের৷ রোগকে ভয় পেতে হবে, রোগীকে নয়, এই প্রচার চলছে সর্বত্র৷ কিন্তু কে শোনে কার কথা৷ করোনা আক্রান্ত রোগী ও তার পরিবারকে পরতে হচ্ছে নানা সামাজিক কুৎসার মুখে৷ তাই করোনা সংক্রমণ হলে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন৷ সামাজিক এই ছুৎমার্গ দূর করতে দুই করোনা যোদ্ধা অভিনেতা নীল ও বিভান তৈরি করলেন একটি ছোট্ট ইনস্টাগ্রাম ভিডিও৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কৃষ্ণকলি ধারাবাহিকের এই দুই অভিনেতা করোনা আক্রান্ত হতেই রটে যায় যে গোটা ইউনিটের সকলে করোনা আক্রান্ত৷ খুব স্বাভাবিক অন্যান্য অভিনেতা, যারা সুস্থ রয়েছেন, তাদেরও নানা প্রশ্নের মুখে পড়তে হয়৷ নিয়মিত শ্যুটিং করেছেন তাঁরা৷ এমনকি একদিনের জন্যও বন্ধ হয়নি ধারাবাহিক৷ করোনা আক্রান্ত নীল ও বিভানও হোম আইসোলেশনে থেকে অভিনয় করেছেন তাঁদের চরিত্র৷ সিরিয়ালের গল্পেও দেখানো হয়েছে মাস্ক ও পিপিই ব্যবহার৷ তবে করোনা নিয়ে যাতে গুজব রটানো বন্ধ হয়, সেটা নিয়েই একরকম প্রচার করলেন নীল, বিভান৷ আবারও সামাজিক ভাবে মানুষকে সচেতন করলেন এই বলে যে, 'করোনা হওয়ার থেকেও লোকে বেশি গুজব ছড়াচ্ছে'৷ তাই করোনা থেকে দূরে থাকুন আর দূরে থাকুন গুজব থেকেও৷ সচেতন থাকাই সুস্থ থাকার চাবিকাঠি৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
কৃষ্ণকলি সিরিয়ালের 'নিখিল','অশোক' ফিরলেন করোনা জয়ী হয়ে, তবে দু’জনেই জানালেন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল