করোনা নিয়ে আতঙ্ক রয়েছে সকলের মনে৷ অচেনা এই শত্রুর হাত থেকে বাঁচতে সকলেই লড়াই করে চলেছেন৷ তবে কেউ করোনা আক্রান্ত হলে তাকে সমাজের অচ্ছুত বলে মনে না করে, তার পাশে দাঁড়ানোর কথা বারবারই বলে আসছেন চিকিৎসক থেকে প্রসাশন৷ করোনা রোগী ও তার পরিবারের প্রতি সহানুভূতি দেখানোই কর্তব্য সকলের৷ রোগকে ভয় পেতে হবে, রোগীকে নয়, এই প্রচার চলছে সর্বত্র৷ কিন্তু কে শোনে কার কথা৷ করোনা আক্রান্ত রোগী ও তার পরিবারকে পরতে হচ্ছে নানা সামাজিক কুৎসার মুখে৷ তাই করোনা সংক্রমণ হলে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন৷ সামাজিক এই ছুৎমার্গ দূর করতে দুই করোনা যোদ্ধা অভিনেতা নীল ও বিভান তৈরি করলেন একটি ছোট্ট ইনস্টাগ্রাম ভিডিও৷
advertisement
কৃষ্ণকলি ধারাবাহিকের এই দুই অভিনেতা করোনা আক্রান্ত হতেই রটে যায় যে গোটা ইউনিটের সকলে করোনা আক্রান্ত৷ খুব স্বাভাবিক অন্যান্য অভিনেতা, যারা সুস্থ রয়েছেন, তাদেরও নানা প্রশ্নের মুখে পড়তে হয়৷ নিয়মিত শ্যুটিং করেছেন তাঁরা৷ এমনকি একদিনের জন্যও বন্ধ হয়নি ধারাবাহিক৷ করোনা আক্রান্ত নীল ও বিভানও হোম আইসোলেশনে থেকে অভিনয় করেছেন তাঁদের চরিত্র৷ সিরিয়ালের গল্পেও দেখানো হয়েছে মাস্ক ও পিপিই ব্যবহার৷ তবে করোনা নিয়ে যাতে গুজব রটানো বন্ধ হয়, সেটা নিয়েই একরকম প্রচার করলেন নীল, বিভান৷ আবারও সামাজিক ভাবে মানুষকে সচেতন করলেন এই বলে যে, 'করোনা হওয়ার থেকেও লোকে বেশি গুজব ছড়াচ্ছে'৷ তাই করোনা থেকে দূরে থাকুন আর দূরে থাকুন গুজব থেকেও৷ সচেতন থাকাই সুস্থ থাকার চাবিকাঠি৷