মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর ৷ জালালের স্ত্রী ও সন্তানকে এখনও আইসোলেশনে রাখা হয়েছে ৷ মারা যাওয়া এই দুর্নীতি দমন কমিশনের কর্তাকে ভেন্টিলেশনেই রাখা হয়েছিল। গতকাল, রবিবার তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয় বলে জানা গিয়েছিল। এরপর থেকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস ব্যবস্থার প্রয়োজন হবে না বলে আশা করা হচ্ছিল। কিন্তু সোমবার ভোরে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী জালাল। স্ত্রী, সন্তান-সহ ঢাকায় থাকতেন তিনি।
advertisement
তথ্য সৌজন্যে: প্রথম আলো
Location :
First Published :
Apr 06, 2020 11:40 AM IST
