কেন্দ্র ও রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সবসময়ই প্রচার করা হচ্ছে , মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার , যেখানে সেখানে থুতু না ফেলা সহ নানা স্বাস্থ্যবিধি মেনে চলার । কিন্তু এক অংশের মানুষ হয় অযথা আতঙ্কিত হচ্ছে, না হয় কিছুই মেনে চলছে না ।
রাজ্যে নভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা যেমন বেড়ে চলেছে , তেমন ভাবেই বহু মানুষই সুস্থ হচ্ছেন । হাওড়া জি টি রোডের বাসিন্দা ৯০ বছর বয়সী বৃদ্ধা তার সব থেকে বড় উদাহরণ । ২৮ মে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাঁকে হাওড়া গোলাবাড়ি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । বৃদ্ধার পরিবারের সদস্যরা একপ্রকার আশা ছেড়েই দিয়েছিলেন । থাইরয়েডের সমস্যায় ভোগা এই বৃদ্ধাকে নিয়ে হাল ছাড়তে নারাজ ছিলেন চিকিৎসকরা । চ্যালেঞ্জ নিয়েছিলেন এই বৃদ্ধাকে সুস্থ করে তোলার।
advertisement
মিরাকেল হয়তো একেই বলে ! বৃদ্ধার অপরিসীম জীবনীশক্তি এবং বেঁচে থাকার অদম্য মানসিকতার কাছে হার মানতে হল নভেল করোনা ভাইরাসকে । একদিকে চিকিৎসকদের জেদ ,আর অন্যদিকে বৃদ্ধার হাল না ছাড়ার মানসিকতা সব মিলিয়ে রবিবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি । ভয়কে জয় করতে হবে , চিকিৎসকদের প্রতি আস্থা রাখতে হবে, সুস্থ হয়ে বাড়ি ফেরার পথে করোনা জয়ী বৃদ্ধার অকপট স্বীকারোক্তি ।
রাজ্যে একদিকে যখন করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে ৮০০০ ছাড়িয়েছে , এমনকি মৃত্যুও বাড়ছে । সেখানে এই ৯০ বছর বয়সী বৃদ্ধার সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার ঘটনা নিঃসন্দেহে এই অস্থির সময়ে একটি ভাল খবর, তা আর বলার অপেক্ষা রাখে না ।
ABHIJIT CHANDA