TRENDING:

WB 8 Children Covid infected: চারদিনে করোনা আক্রান্ত রাজ্যের আট শিশু! তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত?

Last Updated:

WB 8 Children Covid infected: গত চার দিনে কোলাঘাট-মেচেদা সংলগ্ন নানা এলাকা থেকে ভর্তি হয়েছে এই শিশুরা। এই ঘটনাকে ঘিরে তীব্র আতঙ্কের আবহ তৈরি হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: করোনার দ্বিতীয় ধাপ শেষ মুহূর্ত, তৃতীয় ধাপ নিয়ে তৎপরতার মধ্যেই  উদ্বেগ বাড়িয়ে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের শিশু হাসপাতালে আট  শিশুর করোনা (8 Children Covid infected) ধরা পড়ল। গত চার দিনে কোলাঘাট-মেচেদা সংলগ্ন নানা এলাকা থেকে ভর্তি হয়েছে এই শিশুরা। এই ঘটনাকে ঘিরে তীব্র আতঙ্কের আবহ তৈরি হয়েছে।
advertisement

হাসপাতালের চিকিৎসক ডাক্তার প্রবীর ভৌমিক জানান, বিভিন্ন উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে শিশুরা। দেখা যাচ্ছে তাঁরা করোনায় আক্রান্ত। গত তিন থেকে চার দিনে ধরে শিশুদের করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। তাহলে কি তৃতীয় ধাপের করোনা আসছে, এই নিয়ে চিন্তিত ডাক্তার মহল। যে হারে ক্রমাগত করোনার উপসর্গ রূপ বদলাছে সেখানেই চিন্তার বিষয় বলে জানান প্রবীর ভৌমিক। প্রসঙ্গতই শিশুদের পরিবারের করোনা পরীক্ষা করা হলে, তারাও করোনা পজিটিভ আসেন। তাঁদেরও চিকিৎসা  শুরু হয়েছে।

advertisement

উল্লেখ্য, শিশুদের করোনা নি‌র্ণয়ের ক্ষেত্রে এবার নতুন পদ্ধতি ব্যবহার করছেন চিকিৎসকরা। বলা হচ্ছে চিকিৎসকরা শিশুদের হাত দেখেই বলে দিতে পারবেন শিশুটি করোনা আক্রান্ত কিনা।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় খড়ের গহনা সজ্জায় প্রতিমা সহ নানা চমক দিতে প্রস্তুত এই ক্লাব
আরও দেখুন

উল্লেখ্য সম্প্রতি করোনার তৃতীয় ঢেউ মোকাবিলার জন্য ১০ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। রাজ্য স্বাস্থ্য দপ্তরের মূল লক্ষ্য শিশু করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো দ্রুত গড়ে তোলা। রাজ্য স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশীষ ভট্টাচার্যের সঙ্গে সমন্বয় করে কাজ শুরু করেছে এই বিশেষজ্ঞ কমিটি। হাসপাতালের বেড বৃদ্ধি, শিশু করোনা রোগীদের চিকিৎসার পরিকাঠামো উন্নয়ন, জরুরি ওষুধপত্র-অক্সিজেন ইত্যাদি মজুত রাখা এইসব বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে এই কমিটি।

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
WB 8 Children Covid infected: চারদিনে করোনা আক্রান্ত রাজ্যের আট শিশু! তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল