TRENDING:

ব্রিটেন ফেরত মহারাষ্ট্রের ৬৮ জনের করোনা পজিটিভ, নতুন স্ট্রেন নয়

Last Updated:

মহারাষ্ট্রে আসা একজনও আন্তর্জাতিক যাত্রীর শরীরে করোনার নতুন স্ট্রেনের খোঁজ মেলেনি৷ গত শনিবার পর্যন্ত ব্রিটেন থেকে মহারাষ্ট্রে আসা মোট ৬৮ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে৷ কিন্ত নতুন স্ট্রেনের হদিশ মেলেনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মহারাষ্ট্রে আসা একজনও আন্তর্জাতিক যাত্রীর শরীরে করোনার নতুন স্ট্রেনের খোঁজ মেলেনি৷ গত শনিবার পর্যন্ত ব্রিটেন থেকে মহারাষ্ট্রে আসা মোট ৬৮ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে৷  কিন্ত নতুন স্ট্রেনের হদিশ মেলেনি৷
advertisement

গত ২৫ নভেম্বর থেকে ২২ ডিসেম্বরের মধ্যে ব্রিটেন থেকে ভারতে আসা যাত্রীদের মধ্যে ৬৮ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ঠিকই৷ কিন্ত নতুন ভয়াবহ করোনা স্ট্রেনের খোঁজ মেলেনি তাঁদের শরীরে৷ মহারাষ্ট্রের সারভিলেন্স অফিসের তরফে এমনটাই জানিয়েছেন ডাক্তার প্রদীপ আওয়াটে৷ তিনি বলছেন, "গত ১৫ নভেম্বর থেকে ডিসেম্বর ২৩ পর্যন্ত ভারতে ৪৪৭৪ জন যাত্রী ব্রিটেন থেকে এখানে এসেছেন বলে আমরা সনাক্ত করতে পেরেছি৷ তাঁদের মধ্যে ৩২৭৮ জনের আরটি-পিসির পরীক্ষা করা দেখা গিয়েছে করোনা পজিটিভের সংখ্যা ৬৮৷ কিন্তু নতুন করোনা স্ট্রেনে কেউ আক্রান্ত নন৷"

advertisement

করোনা রিপোর্ট পজিটিভ আসার পর সেই নমুনা পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি-তে (এনআইভি) পাঠানো হয়েছে৷ সেখান থেকেই বলে দেওয়া হয় যে, কোন প্রকারের ভাইরাসে আক্রান্ত হয়েছেন করোনা রোগীরা৷ এখনও পর্যন্ত ৬ জন যাত্রীর রিপোর্ট আসা বাকি আছে৷ এই ৬৮ জনের মধ্যে ২৯ জন মুম্বইয়ের, ১৩ জন পুণের, ৭জন থানের, ৯জন নাগপুরের ও ২জন করে নাসিক, ঔরঙ্গাবাদ, রায়গাদ ও বুলধানার৷ ১ জন করে নানদেদ ও ওয়াশিমের৷ করোনার ব্যাপারে মহারাষ্ট্র সরকার বাড়তি সতর্ক৷ ব্রিটেন ফেরত সকল করোনা আক্রান্তের সঙ্গে তারা যোগাযোগ রাখছে৷ আওয়াটে বলছেন, "আমরা ৪২৬ জনকে সনাক্ত করেছি যারা ব্রিটেন ফেরত কোভিড আক্রান্ত যাত্রীদের সংস্পর্শে এসেছে, তাঁদের মধ্যে ২৬ জনের করোনা হয়েছে৷"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

বিজ্ঞানীদের অনুমান যে, নতুন রূপে ব্রিটেনে পাওয়া করোনার ভাইরাসটি আগের তুলনায় ৭০% বেশি সংক্রামক। করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ভারতেও ঢুকে পড়েছে। প্রতিদিনই দু-চার জন করে বিলেত ফেরত ভারতীয় যাত্রীদের শরীরে নতুন রূপের করোনা স্ট্রেনের খোঁজ মিলেছে৷

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
ব্রিটেন ফেরত মহারাষ্ট্রের ৬৮ জনের করোনা পজিটিভ, নতুন স্ট্রেন নয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল