TRENDING:

America Corona Vaccine: আমেরিকায় ৫০ শতাংশ মানুষের টিকাকরণ, বাকিরাও ভ্যাকসিন নিন, আর্জি কমলা হ্যারিসের

Last Updated:

উল্লেখ্য করোনার প্রথম ঢেউয়ে খুবই অসহায় অবস্থা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে (USA corona)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওয়াশিংটন: দ্রুত চলছে মার্কিন যুক্তরাষ্ট্রে টিকাকরণের (America Vaccination) কাজ৷ ইতিমধ্যেই ৫০ শতাংশ মার্কিনযুক্তে বসবাসকারীর টিকাকরণ হয়ে গিয়েছে৷ অন্তত প্রথম ডোজটা হয়েছে (First dose vaccine USA)৷ এতেই অনেকটা চিন্তা মুক্ত দেশের প্রসাশনিক প্রধানরা৷ মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জানিয়েছেন যে ৫০ শতাংশ মার্কিন প্রাপ্ত বয়স্কদের (50 percent Vaccine USA) টিকাকরণ হয়েছে৷ যদি এখনও কেউ টিকা নিতে বাকি থাকেন, তাহলে তাঁরা করোনা ভ্যাকসিন নিতে এগিয়ে আসুন৷ এমনই জানিয়েছেন কমলা হ্যারিস (Kamala Harris)৷ কারণ তিনি মনে করেন যে ৫০ শতাংশ টিকাকরণ হলেও ঝুঁকি কেটে যায়নি৷ গোটা দেশকে টিকাকরণ করার টার্গেট তাঁদের সামনে৷
advertisement

উল্লেখ্য করোনার প্রথম ঢেউয়ে খুবই অসহায় অবস্থা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে (USA COVID19)৷ তৎকালীন ট্রাম্প প্রশাসন করোনা মোকাবিলায় ব্যর্থ হয়৷ মুখ থুবড়ে পড়ে আমেরিকার করোনা পরিস্থিতি৷ আক্রান্ত ও মৃতের সংখ্যায় অন্যান্য দেশকে ছাড়িয়ে যায় আমেরিকা৷ তবে পরবর্তীতে পরিস্থিতি কড়া হাতে মোকাবিলা করেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন৷ ধীরে ধীরে করোনা পরিস্থিতির উন্নতি হয়৷ লাগাম টানা যায় আক্রান্ত ও মৃতের সংখ্যায়৷ এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে টিকাকরণও৷ দ্রুততার সঙ্গে ভ্যাকসিন দেওয়ার কাজও শুরু হয়েছে৷ ১৮ বছরের উর্দ্ধে সকলের টিকাকরণ হয়েছে আমেরিকায়৷

advertisement

গত এক সপ্তাহে গড়ে ২৫হাজার জন নতুন করে আক্রান্ত হয়েছেন করোনায়৷ দিনে গড়ে ৫৪০ জনের মৃত্যু হচ্ছে৷ এর ফলে সপ্তাহে মোটের উপর ২৩শতাংশ মৃত্যুর হার কমেছে৷ করোনা আক্রান্তের সংখ্যাও গড়ে ৫৭ শতাংশ কমেছে৷ যারা এখন করোনা আক্রান্ত হচ্ছেন তারা অধিকাংশ ক্ষেত্রে যুব সম্প্রদায়ের এবং তাঁদের মৃত্যুর ঝুঁকি কম থাকছে৷ কারণ বৃদ্ধ ও রোগ প্রতিরোধ কম যাদের, তাদের টিকাকরণ হয়ে গিয়েছে৷ এমনই মত বহু মার্কিন বিশেষজ্ঞের৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এমনকী যাঁদের টিকাকরণ হয়ে গিয়েছে, তাঁরা মাস্ক মুক্ত থাকতে পারবেন বলেও জানানো হয়েছে৷ এক কথায় নিউ নর্মাল থেকে আস্তে আস্তে নর্মাল পরিস্থিতির দিকে পা বাড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র৷

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
America Corona Vaccine: আমেরিকায় ৫০ শতাংশ মানুষের টিকাকরণ, বাকিরাও ভ্যাকসিন নিন, আর্জি কমলা হ্যারিসের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল