দিল্লির নিজামউদ্দিনে তবলিঘি জামাতে যোগ দেওয়া কাটোয়া শহরের পাঁচ জনকে চিহ্নিত করা করা গিয়েছে। সকলেই কাটোয়া পুরসভা এলাকার বাসিন্দা। আবদুস সালাম সেখ, শাকিল সেখের নাম জানা গেলেও বাকি তিনজনের নাম সঠিক জানা যায়নি। কাটোয়ার পুরপ্রধান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানান, দিল্লির নিজামউদ্দিনে তবলিঘি জামাতে যোগ দিতে যাওয়া কাটোয়ার পাঁচ জনের বাড়িতে আমরা নজর রাখছি। পাঁচজনেই এই মুহূর্তে দিল্লির নিজামউদ্দিনের বাঙ্গালেওয়ালি মার্কাজ মসজিদ সংলগ্ন এলাকায় সরকারি তত্বাবধানে কোন হোম কোয়ারেন্টাইনে আছে বলে জানা গিয়েছে।
advertisement
এদিকে দেশে এই মুহূর্তে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬৩৭ , সারা দেশে মৃত ৩৮ ৷ অন্যদিকে পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৩৭ ও মৃত ৫৷ এদিকে নিজামউদ্দিনের এই ধর্মীয় সভা থেকে যোগ দিয়ে নিজের নিজের জায়গায় ফিরে ইতিমধ্যেই মারা গেছেন অনেকে ৷