স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার মারনাই গ্রাম পঞ্চায়েতের খিলভিল গ্রামের মতিউর রহমান তার ছোট্ট শিশু ও পরিবারের সদস্যদের নিয়ে দিল্লীতে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। সেখানেই মারন করোনা রোগে আক্রান্ত হয় চার বছরের শিশু সন্তান।
গত ১২ মে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফেরে মতিউর রহমান। ১৪ মে তাদের প্রত্যেকের লালারস পরীক্ষা করা হয়। ২৩ মে জেলা প্রশাসনের হাতে রিপোর্ট হাতে এসে পৌছায়। মতিউর রহমান সহ পরিবারের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ আসলেও চার ছোট্ট শিশুর রিপোর্ট পজিটিভ আসে। চার বছরের শিশুর করোনা ধরা পড়ায় স্বাস্থ্যদফতরের তরফ থেকে তড়িঘড়ি তাকে করোনা হাসপাতালে আনা হয়। চার বছরের শিশু সন্তান একা হাসপাতালে থাকতে না পারার কারণে আক্রান্ত শিশুর মা তার সঙ্গে যায়।
advertisement
চার বছরের শিশু করোনায় আক্রান্ত হওয়ায় পরিবার বাবা ও তার এক দাদাকেও কোয়োরান্টাইন সেন্টারে আনা হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে,শিশুর শরীরে করোনা জীবানু আক্রান্ত হবার দশদিন অতিক্রান্ত হলেও শিশুটি সুস্থ আছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। ছোট শিশুর শরীরে করোনা জীবাণু ধরা পড়ায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই জেলা প্রশাসন থেকে ইটাহারের খিলভিল গ্রামের ওই এলাকাটি কন্টেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করে এলাকাটি সীল করে দেওয়া হয়েছে।
Uttam Paul