TRENDING:

করোনা মুক্ত ৩০০ জেলা, নন হটস্পট ১৯৭, ৩ মে-র আগেই আশার আলো

Last Updated:

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, নতুন এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে লকডাউন মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
৩ মে-র পর আর লকডাউন চলবে কিনা, সেই সিদ্ধান্ত এখনও ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার৷ কিন্তু ৩ মে-র আগে করোনা পরিস্থিতি নিয়ে গোটা দেশ থেকেই যথেষ্ট ইতিবাচক ছবি উঠে আসছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন৷ রবিবার তিনি দাবি করেছেন, ইতিমধ্যেই দেশের তিনশো জেলা ইতিমধ্যেই করোনা মুক্ত হয়েছে৷ রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান বলে দাবি করেছে সংবাদসংস্থা৷
advertisement

একই সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক দাবি করেছে, ৩০০টি জেলা করোনা মুক্ত হওয়ার পাশাপাশি আরও ১৯৭টি জেলা নন হটস্পট জোনে চলে এসেছে৷ ফলে সেই জেলাগুলিতেও দ্রুত পরিস্থিতির উন্নতি হচ্ছে৷ স্বাস্থ্যমন্ত্রীর দাবি, হটস্পট জেলাগুলিও দ্রুত নন হটস্পট হওয়ার দিকে এগোচ্ছে৷

রবিবার এইমস-এর ট্রমা সেন্টারে গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, 'শেষ তিন দিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার সময় বেড়ে ১০.৫ দিন হয়েছে৷ গোটা দেশেই পরিস্থিতির উন্নতি হয়েছে৷ এমন ৬৬টি জেলার খোঁজ মিলেছে, যেখানে শেষ সাত দিনে নতুন কোনও সংক্রমণের খবর মেলেনি৷' একই সঙ্গে তিনি জানিয়েছেন, ৪৮টি জেলায় গচ ১৪ দিনে নতুন কেউ করোনা আক্রান্ত হননি৷ ৩১টি জেলায় ২১ দিন এবং ১৬টি জেলায় শেষ ২৮ দিনে কোনও সংক্রমণের খবর পাওয়া যায়নি বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, নতুন এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে লকডাউন মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ৷ ইতিমধ্যেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২৮ হাজার ছুঁয়েছে৷ সোমবার সকাল পর্যন্ত দেশে মৃতের সংখ্যা ৮৭২৷

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা মুক্ত ৩০০ জেলা, নন হটস্পট ১৯৭, ৩ মে-র আগেই আশার আলো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল