একই সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক দাবি করেছে, ৩০০টি জেলা করোনা মুক্ত হওয়ার পাশাপাশি আরও ১৯৭টি জেলা নন হটস্পট জোনে চলে এসেছে৷ ফলে সেই জেলাগুলিতেও দ্রুত পরিস্থিতির উন্নতি হচ্ছে৷ স্বাস্থ্যমন্ত্রীর দাবি, হটস্পট জেলাগুলিও দ্রুত নন হটস্পট হওয়ার দিকে এগোচ্ছে৷
রবিবার এইমস-এর ট্রমা সেন্টারে গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, 'শেষ তিন দিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার সময় বেড়ে ১০.৫ দিন হয়েছে৷ গোটা দেশেই পরিস্থিতির উন্নতি হয়েছে৷ এমন ৬৬টি জেলার খোঁজ মিলেছে, যেখানে শেষ সাত দিনে নতুন কোনও সংক্রমণের খবর মেলেনি৷' একই সঙ্গে তিনি জানিয়েছেন, ৪৮টি জেলায় গচ ১৪ দিনে নতুন কেউ করোনা আক্রান্ত হননি৷ ৩১টি জেলায় ২১ দিন এবং ১৬টি জেলায় শেষ ২৮ দিনে কোনও সংক্রমণের খবর পাওয়া যায়নি বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী৷
advertisement
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, নতুন এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে লকডাউন মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ৷ ইতিমধ্যেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২৮ হাজার ছুঁয়েছে৷ সোমবার সকাল পর্যন্ত দেশে মৃতের সংখ্যা ৮৭২৷