TRENDING:

কোভিডের লক্ষ লক্ষ টাকার জীবনদায়ী ইঞ্জেকশান চুরির অভিযোগ মেডিক্যাল কলেজে! শোরগোল...

Last Updated:

একদিকে যখন রাজ্যের করোনা রোগীদের সুস্থ করতে মরণবাঁচন লড়াই করছেন, প্রাণও গিয়েছে বহু খ্যতনামা চিকিৎসকের, তখন এই অশুভ চক্রের ইঙ্গিতে রীতিমতো হইচই শুরু হয়ে গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দিনে দুপুরে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে করোন জীবনদায়ী ইঞ্জেকশান টোসিলিজুমাব চুরির অভিযোগ উঠল। একটি দুটি নয়, অভিযোগ চুরি গিয়েছে মোট ২৬টি ইঞ্জেকশান। অভিযোগের তির হাসপাতালেরই চিকিৎসক ও নার্সের একাংশের বিরুদ্ধে। একদিকে যখন রাজ্যের করোনা রোগীদের সুস্থ করতে মরণবাঁচন লড়াই করছেন, প্রাণও গিয়েছে বহু খ্যতনামা চিকিৎসকের, তখন এই অশুভ চক্রের ইঙ্গিতে রীতিমতো হইচই শুরু হয়ে গিয়েছে।
advertisement

আর এই হইচইয়ের সবচেয়ে বড় কারণ টোসিলিজুমাব কোনও সাধারণ ইঞ্জেকশান নয়। করোনা রোগীর ক্ষেত্রে এটি এ জীবনদায়ীই বলা চলে। রোগীর শরীরে সাইটোকাইনিনের ঝড় দেখা দিলে এই ইঞ্জেকশান ব্যবহার করছেন চিকিৎসকরা। এক কথায় বললে, করোনা রোগীর শরীরে যে ইনফ্ল্যমেশান বা প্রদাহ তৈরি হয়, কোষে কোষে তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরির বার্তা পৌঁছে দেয় টোসিলিজুমাব। ফলে এই মুহূর্তে এক কথায় তা মহার্ঘ্য। দামও প্রচুর টোসিলিজুমাবের। এক একটি টোসিলিজুমাবের বর্তমান বাজারে দাম ৫০-৫৬ হাজার টাকা। কালোবাজারে এই ইঞ্জেকশান দুই আড়াই লক্ষ টাকাতেও বিক্রি হচ্ছে। কলকাতা মেডিক্যাল কলেজ থেকে চুরি যাওয়া ইঞ্জেকশনের বাজারমূল্য কম করে ১০ লক্ষ টাকা।

advertisement

এই পরিস্থিতিতে সরকারি হাসপাতাল থেকেই এই ওষুধ চুরি যাওয়ার অভিযোগ একটি অশুভ ইঙ্গিতও বটে। সেক্ষেত্রে সরাসরি কালোবাজারে এই ওষুধ বিক্রি করে দেওয়ার অভিযোগও উড়িয়ে দেওয়া যাবে না। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে কথা হওয়াও শুরু হয়েছে। সামনে এসেছে একটি অডিও, যার সত্য়তা যাচাই করা হয়নি।

উল্লেখ্য টোসিলিজুমাবের পাশাপাশিই বাজারে অমিলের তালিকায় রয়েছে ডক্সিল্যামাইন গ্রুপের ওষুধগুলি। কলকাতা-সহ বহু জেলাতেই দেখা নেই আইভারমেসটিন গ্রুপের ওষুধ। বহু জায়গায় শেষ একমাস অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক পেতেও অসুবিধে হয়েছে। খাস কলকাতাতেই ভ্যানিশ জিঙ্ক সালফেট বা ভিটামিন-সি সাপ্লিমেন্ট।  তার পিছনে অবশ্য কোনও চক্র নয়, বরং অতিচাহিদাই রয়েছে বলে জানিয়েছেন ওষুধ বিক্রেতা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মন্থা আছড়েছিল অন্ধ্রে, নাকানিচোবানি খেল দিঘা, নাগাড়ে বৃষ্টি, তোলপাড় করা দিঘার ঢেউ
আরও দেখুন

-ইনপুট অভিজিৎ চন্দ

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
কোভিডের লক্ষ লক্ষ টাকার জীবনদায়ী ইঞ্জেকশান চুরির অভিযোগ মেডিক্যাল কলেজে! শোরগোল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল